গাজার বাসিন্দাদের সহায়তায় খুলতে পারে মিসর সীমান্ত
- প্রকাশের সময় : ০৫:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১১২ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হতে পারে। ইসরায়েলি আক্রমণের কারণে গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছে অঞ্চলটির বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকা থেকে বের হওয়ার একপাত্র পথ মিসরের এই রাফাহ ক্রসিং। রাফাহ ক্রসিং গত সপ্তাহের বেশিরভাগ সময় ধরে বন্ধ ছিল।
যুদ্ধের শুরুতে ইসরায়েলের বোমাবর্ষণের ফলে এই সীমান্ত দিয়ে পারাপার অসম্ভব হয়ে যায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, ‘এটা স্পষ্ট নয়, কখন বা কতক্ষণের জন্য গাজার বাসিন্দাদের জন্য ক্রসিং খুলে দেওয়া হবে। আপনি যদি নিরাপদ মনে করেন, তবে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি চলে যেতে পারেন। ক্রসিং একবার খুললে খুব সীমিত সময়ের মধ্যে তা আবার বন্ধ হয়ে যাবে।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল রবিবার বলেছেন, মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠকের পর রাফাহ ক্রসিং উন্মুক্ত হবে।
এদিকে গাজায় আগামী ২৪ ঘন্টার মধ্যে সব হাসপাতালের জ্বালানি মজুত শেষ হয়ে যাবে। ফলে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জাতিসংঘ সতর্ক করেছে। পানি, খাদ্য, বিদ্যুৎ ও ওষুধের অভাব থাকায় গাজার মানুষের অবস্থা আরো শোচনীয় হচ্ছে।
গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ৪৫০ জনের বেশি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আনুমানিক আরো এক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আছে। সূত্র : সিএনএন