গাজায় ৯১ শিশুসহ নিহতের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই
- প্রকাশের সময় : ০৫:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৪৪ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে দাঁড়িয়েছে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহত ফিলিস্তিনিদের সংখ্যাও বেড়ে হয়েছে ২ হাজার ৭৫১। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহতদের মধ্যে ৯১ জন শিশু ও ৬১ জন নারী রয়েছে।
সংবাদ সংস্থা দ্য নিউ আরবও জানিয়েছে, ‘মোট মৃত্যুর মধ্যে ৯১ শিশু এবং ৬১ জন নারী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
এ ছাড়া ২৪৪ শিশু এবং ১৪১ জন নারীসহ ২ হাজার ৭৫১ ফিলিস্তিনি চলমান ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে।’
গাজা শহরের দক্ষিণে রাফাহ শহরে একই পরিবারের ১৯ ফিলিস্তিনিসহ ইসরায়েলি বিমান হামলায় আজ সোমবার কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া, উত্তর গাজার আল জাতার পাড়ায় একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় ৪ জন প্রাণ হারিয়েছেন।
আরো একটি ইসরায়েলি হামলায় মধ্য গাজায় ৩ জন নিহত হয়েছে। গাজা শহরের পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলায় এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজার বেইত লাহিয়াতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বিমান হামাসকে ধ্বংস করতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র : টিআরটি, বিবিসি