নিউইয়র্ক ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজায় হত্যাযজ্ঞ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ১০১ বার পঠিত

ছবি: এপি

আর্ন্তজাতিক ডেস্ক : গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমাইয়ার। খবর সিএনএন।

‘যুদ্ধ-বিধ্বস্ত ও অবরুদ্ধ ভূমির দুর্ভোগ ও কষ্টের মাত্রা বোঝা কঠিন’ উল্লেখ করে ক্রিশ্চিয়ান বলছে, প্রতিদিন গাজায় গড়ে ১৬০ শিশু প্রাণ হারাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, ইসরায়েলের টানা বোমা হামলায় গত এক মাসে গাজায় দশ হাজারের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার ৪০ শতাংশই শিশু।

জাতিসংঘের মানবধিকার কমিশনার ভলকার তুর্ক গাজা অঞ্চলে সফরের শুরুতে এক বিবৃতিতে বলেছেন, গত এক মাস ধরে নিরবিচ্ছিন্ন রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে যাচ্ছে গাজা।

এর আগে গাজা উপত্যকা শিশুদের গোরস্তানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিনে শরণার্থীদের সাহায্যে কাজ করা জাতিসংঘের ৮৯ জন সাহায্য কর্মী নিহত হওয়ার ঘটনাকে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানি বলে জানান তিনি।

ইসরায়েলি হামলার মুখে গাজা উপত্যকায় ২৩ লাখ মানুষ সব ধরনের মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তীব্র খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সংকটে ভুগছেন তারা। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। এছাড়া ইসরায়েলি স্থল হামলার পর থেকে কয়েক দফা ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ পরিষেবা বন্ধ হয়ে যায়।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজায় হত্যাযজ্ঞ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশের সময় : ০২:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমাইয়ার। খবর সিএনএন।

‘যুদ্ধ-বিধ্বস্ত ও অবরুদ্ধ ভূমির দুর্ভোগ ও কষ্টের মাত্রা বোঝা কঠিন’ উল্লেখ করে ক্রিশ্চিয়ান বলছে, প্রতিদিন গাজায় গড়ে ১৬০ শিশু প্রাণ হারাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, ইসরায়েলের টানা বোমা হামলায় গত এক মাসে গাজায় দশ হাজারের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার ৪০ শতাংশই শিশু।

জাতিসংঘের মানবধিকার কমিশনার ভলকার তুর্ক গাজা অঞ্চলে সফরের শুরুতে এক বিবৃতিতে বলেছেন, গত এক মাস ধরে নিরবিচ্ছিন্ন রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে যাচ্ছে গাজা।

এর আগে গাজা উপত্যকা শিশুদের গোরস্তানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিনে শরণার্থীদের সাহায্যে কাজ করা জাতিসংঘের ৮৯ জন সাহায্য কর্মী নিহত হওয়ার ঘটনাকে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানি বলে জানান তিনি।

ইসরায়েলি হামলার মুখে গাজা উপত্যকায় ২৩ লাখ মানুষ সব ধরনের মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তীব্র খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সংকটে ভুগছেন তারা। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। এছাড়া ইসরায়েলি স্থল হামলার পর থেকে কয়েক দফা ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ পরিষেবা বন্ধ হয়ে যায়।

হককথা/নাছরিন