নিউইয়র্ক ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজায় শিশু হত্যা বন্ধ করতেই হবে : ট্রুডো

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ১২৫ বার পঠিত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আর্ন্তজাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশু হত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, `বিশ্ব দেখছে কীভাবে নারী, শিশু ও নবজাতকদের হত্যা করা হচ্ছে। এটি বন্ধ করতেই হবে। ‘ এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই বেসামরিক মৃত্যুর জন্য ইসরায়েল নয়, হামাস দায়ী।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

ট্রুডো বলেন, আমি ইসরায়েলি সরকারকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানাই। পুরো বিশ্ব দেখছে। আমরা ডাক্তারদের কথা শুনছি, বাবা-মা হারানো সন্তানদের কথা শুনছি। এটি বন্ধ করতেই হবে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে এত কড়া বার্তা দিল কানাডা।

প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইচ্ছা করে বেসামরিকদের হত্যা করছে না, বরং হামাস ইচ্ছা করে ইসরায়েলি বেসামরিকদের হত্যা করেছে। তিনি বলেন, ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করছে বেসামরিকদের যেন ক্ষতি না হয়, আর হামাস সব চেষ্টা করছে বেসামরিকদের সামনে আনতে।

নেতানিয়াহু দাবি করেন, বেসামরিকদের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হলে, হামাস তাদের বন্দুক ঠেকিয়ে যেতে বারণ করে। সূত্র : আমাদের সময়

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজায় শিশু হত্যা বন্ধ করতেই হবে : ট্রুডো

প্রকাশের সময় : ০৫:১৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশু হত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, `বিশ্ব দেখছে কীভাবে নারী, শিশু ও নবজাতকদের হত্যা করা হচ্ছে। এটি বন্ধ করতেই হবে। ‘ এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই বেসামরিক মৃত্যুর জন্য ইসরায়েল নয়, হামাস দায়ী।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

ট্রুডো বলেন, আমি ইসরায়েলি সরকারকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানাই। পুরো বিশ্ব দেখছে। আমরা ডাক্তারদের কথা শুনছি, বাবা-মা হারানো সন্তানদের কথা শুনছি। এটি বন্ধ করতেই হবে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে এত কড়া বার্তা দিল কানাডা।

প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইচ্ছা করে বেসামরিকদের হত্যা করছে না, বরং হামাস ইচ্ছা করে ইসরায়েলি বেসামরিকদের হত্যা করেছে। তিনি বলেন, ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করছে বেসামরিকদের যেন ক্ষতি না হয়, আর হামাস সব চেষ্টা করছে বেসামরিকদের সামনে আনতে।

নেতানিয়াহু দাবি করেন, বেসামরিকদের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হলে, হামাস তাদের বন্দুক ঠেকিয়ে যেতে বারণ করে। সূত্র : আমাদের সময়

হককথা/নাছরিন