গাজায় ‘যুদ্ধ বন্ধে’ যুক্তরাষ্ট্রকে যেসব প্রস্তাব দিল সৌদি আরব
- প্রকাশের সময় : ০৪:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ২১ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরাইলের সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরাইল।
এ হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে দাবি উঠেছে— গাজায় যুদ্ধ বন্ধের। এদিকে ইসরাইলের নৃশংস সামরিক অভিযান অবিলম্বে বন্ধে যুক্তরাষ্ট্রকে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ফোন করলে এ আহ্বান জানান তিনি। গাজা হামলায় অসংখ্য বেসামরিক মানুষকে হত্যার পরিপ্রেক্ষিতে সামরিক উত্তেজনা নিয়ে দুই নেতার কথা হয়।
হামাসের ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ শুরু হয়েছে, তা বন্ধে উপায় খোঁজার ওপর গুরুত্ব দেন তারা। যে কোনোভাবে বেসামরিক জনগণকে টার্গেট করা, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্বার্থে হামলা এড়ানোর পথ খোঁজার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
কারণ এতে সেখানকার সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। তারা বাস্তুচ্যুত হতে বাধ্য হন। ক্রাউন প্রিন্স এ সময় সব পক্ষকে শান্ত থাকার, উত্তেজনা বন্ধ করার এবং পরিস্থিতির যাতে আরও অবনতি না হয়, সেই আহ্বান জানান। কারণ এসব বিষয় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইন অনুসরণের আহ্বান জানান, গাজার অবরোধ তুলে নেওয়া, সেখানে মৌলিক সেবা সুরক্ষার দাবি এবং মানবিক মেডিকেল সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলেন।
ফিলিস্তিনি মানুষ যাতে তাদের বৈধ অধিকার ফিরে পান এবং এ ক্ষেত্রে ব্যাপক শান্তি অর্জন করা যায়, এমন শান্তিপূর্ণ পথ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ক্রাউন প্রিন্স।
এ ছাড়া ক্রাউন প্রিন্স উত্তেজনা প্রশমনে যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং যুদ্ধ যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানান জো বাইডেন। সূত্র : যুগান্তর