গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্কে ইহুদিদের বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৫:৩৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৪৬ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধসহ যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্রান্ড সেন্ট্রাল স্টেশনে বিক্ষোভ হয়েছে। এটি নিউ ইয়র্ক শহরের গণপরিবহন খাতের সবচেয়ে ব্যস্ততম স্টেশনগুলোর অন্যতম। বিক্ষোভের ফলে গুরুত্বপূর্ণ স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউ ইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) তাদের ওয়েবসাইটে বলেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভের কারণে পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন বন্ধ থাকবে। যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে এমটিএ।
বিক্ষোভ কর্মসূচিতে শত শত ইহুদি অংশ নেন। তাদের মধ্যে অনেকে কালো টি-শার্ট পরেছিলেন। টি-শার্টে ‘ইহুদিরা এখনই যুদ্ধবিরতি চায়’, ‘আমাদের নামে (যুদ্ধ) নয়’ ইত্যাদি স্লোগান লেখা ছিল। হাতে ছিল ফিলিস্তিনকে স্বাধীনতা দেয়ার আহ্বান ও গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান সম্বলিত ব্যানার। বিক্ষোভকারীদের ‘আর কোনো অস্ত্র নয়’, ‘আর কোনো যুদ্ধ নয়’, ‘যুদ্ধবিরতি চাই’- স্লোগানে চারদিক প্রকম্পিত হয়।
ব্যানার ঝুলানো হয় সিঁড়িতে এবং বহির্গমনের পথগুলোতে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, পুলিশ ব্যানার খুলে ফেলছে। কয়েকজনকে হাতকড়া পরিয়েও নিয়ে যেতে দেখা যায়।
জিউশ ভয়েস ফর পিস (জেভিপি) নামে ইহুদিদের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। এর আগে গত সপ্তাহে এই সংগঠনটি গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে বিক্ষোভ করেছিল।