কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পরিণতি সম্পর্কে সিদ্ধান্ত: গোয়েন্দা প্রধান

- প্রকাশের সময় : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৫৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পরিণতি সম্পর্কে সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে সতর্কতা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন। অনলাইন বিবিসি বলছে, মস্কোতে এক প্যানেল ইভেন্টে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় আরও বলেন, রাশিয়া এখন সত্যিকার একটি ঐতিহাসিক মুহূর্ত অনুভব করছে। এর পরিণতি, বিশ্বে রাশিয়ার ভবিষ্যত অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। প্রতিনিধিদের বলেন, আমাদের নাগরিকদের মঙ্গল এবং মর্যাদার নিশ্চয়তা হলো সার্বভৌমত্ব।
এটা হলো আমাদের সন্তানদের ভবিষ্যত। এসব বিষয়ে রাশিয়া কখনো পিছু হটেনি।
কখনো পিছু হটবে না। কারণ, তাতে রাশিয়া শেষ হয়ে যাবে। ইউক্রেনে আগ্রাসন চালানোর আগে উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা বৈঠক করেন ভøাদিমির পুতিন। সেখানে উপস্থিত হন এক সময়ের কেজিবির অফিসার সের্গেই নাশিকিন। তবে তিনি ছিলেন অনানুষ্ঠানিক পোশাকে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের স্বীকৃতি দেয়ার সমর্থন দিতে আহ্বান জানিয়েছিলেন পুতিন। কিন্তু তাকে চ্যালেঞ্জ করেছিলেন পুতিন।
হককথা/এমউএ