কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করলেন এআই ‘গডফাদার’ হিন্টন

- প্রকাশের সময় : ০১:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ৫২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিষয়ে সাবধান করলেন এআই গডফাদার নামে বহুল পরিচিত জিওফ্রে হিন্টন। সম্প্রতি গুগল থেকে চাকরি ছেড়েছেন ৭৫ বছরের এই কম্পিউটার বিজ্ঞানী। এআই’কে ভীতিকর হিসেবে আখ্যা দিয়ে এই বিষয়ের ওপর কাজ করা নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন হিন্টন। তিনি বলেন, ‘বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান না হলেও তা হতে আর খুব বেশি দেরি নেই।’ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্কের ওপর তার গবেষণা চ্যাট জিপিটি ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে ব্যাপকভাবে অবদান রাখে। বয়সের কারণে চাকরি ছেড়েছেন বলে জানান এই মনস্তত্ত্ববিদ। তিনি বলেন, ‘এখন ৭৫ বছর চলছে আমার। অবসরে যাওয়ার সময় হয়েছে এবার।’
আরোও পড়ুন। ইউক্রেন সীমান্তে আরেকটি রুশ ট্রেনে বিস্ফোরণ
নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ‘এআই ব্যবহার করে অপরাধমূলক কাজ করা আরও সহজ হয়ে উঠছে, বিষয়টি অবশ্যই উদ্বেগ সৃষ্টির মতো।’তবে গুগলের সমালোচনা করতে নারাজ হিন্টন। টেক জায়ান্ট কোম্পানি গুগলকে ‘দায়িত্বশীল’ বলে আখ্যা দেন তিনি।গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিন বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দায়িত্বশীল থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকি মাথায় রেখেই সাহস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’সূত্র: বিবিসি
সুমি/হককথা