করোনা: বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা ১০ রাজ্যের
- প্রকাশের সময় : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ৯৮ বার পঠিত
স্বাস্থ্যকর্মীদের জন্য করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক করার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ১০ টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। মামলায় তারা বলেছেন, টিকা বাধ্যতামূলক করার কারণে হাসপাতালগুলোতে স্টাফ সংকট দেখা দেবে। এ খবর দিয়েছে অনলাইন ডন। উল্লেখ্য এই রাজ্যগুলো হলো রিপাবলিকান শাসিত।
ওদিকে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন- আগামী ৪ঠা জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করা হবে। তার এ ঘোষণার পর মামলা করলেন ১০টি রিপাবলিকান রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। প্রশাসনের বিরুদ্ধে করা মামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন কানসাসের অ্যাটর্নি জেনারেল ডেরেক শমিডট। এতে তিনি বলেছেন, স্বাস্থ্যকর্মীদের ওপর করোনা ভাইরাসের টিকা নেয়ার বাধ্যবাধকতার কারণে সমস্যা আরও গভীর করবে।