নিউইয়র্ক ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়াশিংটন পোস্টে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের সমঝোতার খবর, নেতানিয়াহুর অস্বীকার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৩৯ বার পঠিত

গাজা উপত্যকায় একটি ইসরায়েলি সাঁজোয়া যান, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ফিলিস্তিনিরাছবি: এএফপি ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজা উপত্যকায় জিম্মি থাকা নারী ও শিশুদের মুক্তি দিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সাময়িক একটি সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট । এ চুক্তির জানাশোনা আছে—এমন সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্র কর্মকর্তারা খবরটি অস্বীকার করে বলেছেন, এখন পর্যন্ত তাঁরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।

গতকাল শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ছয় পৃষ্ঠার ওই সাময়িক সমঝোতা চুক্তির রূপরেখার ব্যাপারে জানেন—এমন ব্যক্তিরা সংবাদমাধ্যমটিকে এ কথা নিশ্চিত করেছেন।

গাজার উত্তরাঞ্চলে দুটি স্কুলে বিমান হামলার পর ইসরায়েল যখন দক্ষিণাঞ্চলে হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে, তখনই প্রতিবেদনটি প্রকাশিত হলো।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সমঝোতার আওতায় সব পক্ষকে কমপক্ষে পাঁচ দিনের জন্য যুদ্ধ স্থগিত করতে হবে। এ সময়ে প্রতি ২৪ ঘণ্টা পরপর ৫০ জন বা তার বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে বলে দাবি করে আসছে ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর সমঝোতা চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। গাজা উপত্যকায় যেন সন্তোষজনক মাত্রায় মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে যুদ্ধবিরতির কথা বলা আছে।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘জিম্মিদের নিয়ে অনেক অপ্রমাণিত গুজব, অনেক ভুল প্রতিবেদন ছড়িয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তবে আমি অঙ্গীকার করছি, যখন কিছু বলার থাকবে, আমরা আপনাদের তা জানাব।’

হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাস এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে। আরেক যুক্তরাষ্ট্র কর্মকর্তা বলেছেন, এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওয়াশিংটন পোস্টে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের সমঝোতার খবর, নেতানিয়াহুর অস্বীকার

প্রকাশের সময় : ০৩:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজা উপত্যকায় জিম্মি থাকা নারী ও শিশুদের মুক্তি দিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সাময়িক একটি সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট । এ চুক্তির জানাশোনা আছে—এমন সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্র কর্মকর্তারা খবরটি অস্বীকার করে বলেছেন, এখন পর্যন্ত তাঁরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।

গতকাল শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ছয় পৃষ্ঠার ওই সাময়িক সমঝোতা চুক্তির রূপরেখার ব্যাপারে জানেন—এমন ব্যক্তিরা সংবাদমাধ্যমটিকে এ কথা নিশ্চিত করেছেন।

গাজার উত্তরাঞ্চলে দুটি স্কুলে বিমান হামলার পর ইসরায়েল যখন দক্ষিণাঞ্চলে হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে, তখনই প্রতিবেদনটি প্রকাশিত হলো।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সমঝোতার আওতায় সব পক্ষকে কমপক্ষে পাঁচ দিনের জন্য যুদ্ধ স্থগিত করতে হবে। এ সময়ে প্রতি ২৪ ঘণ্টা পরপর ৫০ জন বা তার বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে বলে দাবি করে আসছে ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর সমঝোতা চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। গাজা উপত্যকায় যেন সন্তোষজনক মাত্রায় মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে যুদ্ধবিরতির কথা বলা আছে।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘জিম্মিদের নিয়ে অনেক অপ্রমাণিত গুজব, অনেক ভুল প্রতিবেদন ছড়িয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তবে আমি অঙ্গীকার করছি, যখন কিছু বলার থাকবে, আমরা আপনাদের তা জানাব।’

হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাস এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে। আরেক যুক্তরাষ্ট্র কর্মকর্তা বলেছেন, এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।

হককথা/নাছরিন