নিউইয়র্ক ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট প্রত্যাখ্যান করলো ইরান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৯৬ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : সমপ্রতি দক্ষিণ কোরিয়া থেকে ছাড় পাওয়া ইরানের ছয় বিলিয়ন ডলার এবার কাতারে আটকে দেয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে বৃহস্পতিবারের ওই রিপোর্ট অস্বীকার করেছে ইরান। এর আগে ইরানের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের অর্থ কাতারের দু’টি ব্যাংকে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। এখন সেখান থেকে ওই অর্থ তুলে নেবে তেহরান। তবে ওয়াশিংটন পোস্ট দাবি করে, যুক্তরাষ্ট্র সরকার কাতার সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যে, ইরানকে ওই অর্থ ফেরত দেবে না কাতার।

তবে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের ব্যাংকগুলোতে রক্ষিত অর্থ খরচের ব্যাপারে ইরানের যে প্রবেশাধিকার ছিল তাতে কোনো পরিবর্তন আসেনি বরং এ সংক্রান্ত চুক্তি পুনর্বহাল রয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, হাউজ ডেমোক্র্যাটসকে মার্কিন উপ-অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডেইয়েমো বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের অকস্মাৎ হামলা করার কারণে ওই ছয় বিলিয়ন ডলারে ইরানের প্রবেশাধিকার বন্ধ রাখতে কাতার ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।

গত আগস্ট মাসে কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের পাঁচজন করে বন্দি মুক্তি দেয়। ওই চুক্তিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার একাধিক ব্যাংকে আটকে পড়া ইরানের ছয় বিলিয়ন ডলার অর্থ কাতারে স্থানান্তর করা হবে এবং ইরান কাতারের ব্যাংকগুলো থেকে ওই অর্থ ইচ্ছামতো খরচ করতে পারবে। সেপ্টেম্বর মাসে ওই অর্থ কাতারের আহলি ব্যাংক ও দুখান ব্যাংকে জমা হয়। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির ওই ছয় বিলিয়ন ডলার আটকা পড়েছিল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট প্রত্যাখ্যান করলো ইরান

প্রকাশের সময় : ০৪:৩৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : সমপ্রতি দক্ষিণ কোরিয়া থেকে ছাড় পাওয়া ইরানের ছয় বিলিয়ন ডলার এবার কাতারে আটকে দেয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে বৃহস্পতিবারের ওই রিপোর্ট অস্বীকার করেছে ইরান। এর আগে ইরানের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের অর্থ কাতারের দু’টি ব্যাংকে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। এখন সেখান থেকে ওই অর্থ তুলে নেবে তেহরান। তবে ওয়াশিংটন পোস্ট দাবি করে, যুক্তরাষ্ট্র সরকার কাতার সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যে, ইরানকে ওই অর্থ ফেরত দেবে না কাতার।

তবে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের ব্যাংকগুলোতে রক্ষিত অর্থ খরচের ব্যাপারে ইরানের যে প্রবেশাধিকার ছিল তাতে কোনো পরিবর্তন আসেনি বরং এ সংক্রান্ত চুক্তি পুনর্বহাল রয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, হাউজ ডেমোক্র্যাটসকে মার্কিন উপ-অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডেইয়েমো বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের অকস্মাৎ হামলা করার কারণে ওই ছয় বিলিয়ন ডলারে ইরানের প্রবেশাধিকার বন্ধ রাখতে কাতার ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।

গত আগস্ট মাসে কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের পাঁচজন করে বন্দি মুক্তি দেয়। ওই চুক্তিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার একাধিক ব্যাংকে আটকে পড়া ইরানের ছয় বিলিয়ন ডলার অর্থ কাতারে স্থানান্তর করা হবে এবং ইরান কাতারের ব্যাংকগুলো থেকে ওই অর্থ ইচ্ছামতো খরচ করতে পারবে। সেপ্টেম্বর মাসে ওই অর্থ কাতারের আহলি ব্যাংক ও দুখান ব্যাংকে জমা হয়। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির ওই ছয় বিলিয়ন ডলার আটকা পড়েছিল।