ওমিক্রন-ই শেষ নয়, মিউটেশন ঘটিয়ে আরও ওয়েভ নিয়ে ফিরবে করোনা, দাবি বিশেষজ্ঞদের

- প্রকাশের সময় : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৮১ বার পঠিত
করোনা নিয়ে শুরুর দিকের প্রায় সমস্ত বক্তব্যই ভুল প্রমাণিত হয়েছে৷ চিনে শুরু হওয়ার প্রথম পর্বে করোনাকে বিশেষ পাত্তা দিতে রাজী ছিল না WHO, কিন্তু তারপর তারাও ভুল স্বীকার করে নিয়েছে৷ এরকম ভাবে কখনও ভ্যাকসিন তো কখনও করোনার শেষ হওয়ার সময়সীমা প্রত্যেকটি বিষয়ে বিশ্বের তাবড় তাবড় করোনা বিশেষজ্ঞরা এক পর্যায়ে ভুল প্রমানিত হয়েছেন৷ ওমিক্রন শুরুর মুখে একদল বিশেষজ্ঞ দাবি করেছিলেন হয়ত ওমিক্রনই করোনা মহামারী শেষ করবে! কিন্তু এবার ঠিক উল্টো কথা বলছেন বিশেষজ্ঞরা! শেষ তো নয়ই উল্টে আরও বড় করোনা ওয়েভের জন্য জমি তৈরি করে দিচছে ওমিক্রন৷ এরকমটাই জানাচ্ছেন করোনা বিশেষজ্ঞদের একাংশ! কী বলছেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও মহামারী বিশেষজ্ঞ? বোস্টন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও মহামারী বিশেষজ্ঞ লিওনার্দো মার্টিনেজ জানিয়েছেন, করোনার ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন যত দ্রুত ছড়িয়ে পড়ে, মিউটেশনের জন্য তত বেশি সুযোগ রয়েছে। ফলে আরও একটি সম্ভাব্য নতুন স্ট্রেন তৈরি করতে পারে ওমিক্রন।