এ পর্যন্ত ৩৯ জাহাজে ইউক্রেনের সাড়ে ৮ লাখ টন শস্য রপ্তানি

- প্রকাশের সময় : ০১:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ৬৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তির পর থেকে এ পর্যন্ত এ পর্যন্ত ৩৯টি জাহাজে করে ইউক্রেনের সাড়ে ৮ লাখ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকজ্যান্ডার কুবরাকভ এ কথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।
এদিকে, ইউক্রেনের খদ্যিশস্য রপ্তানির বিষয়টি তদারকির জন্য ইস্তানবুলে প্রতিষ্ঠিত জাতিসংঘের তথ্য কেন্দ্র জানিয়েছে, শুক্রবার থেকে নতুন রুটে ইউক্রেনের শস্যবোঝাই জাহাজ চলাচল করবে
নতুন এ রুটে ইউক্রেনের শস্যবোঝাই করা জাহাজগুলি ওদেসা, চরনোমরস্ক ও ইউঝনি বন্দর থেকে কৃষ্ণ সাগর দিয়ে ৩২০ নটিক্যাল মাইলের (৩৬৮ মাইল) তুর্কি এ করিডোর দিয়ে যাবে।
নতুন এ রুট দিয়ে কেবল বাণিজ্যিক জাহাজ চলাচল করবে। ইউক্রেনের জাহাজগুলোর ১০ নটিক্যাল মাইলের মধ্য কোন যুদ্ধজাহাজ, হেলিকপ্টার বা ড্রোন দেখতে পেলে সঙ্গে সঙ্গে জাতিসংঘের তদারকি কেন্দ্রকে অবহিত করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ২২ জুলাই তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়।
হককথা/এমউএ