নিউইয়র্ক ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এরদোয়ানকে ‘ইঙ্গিত’ করে সিরিয়ার প্রেসিডেন্টের কড়া সমালোচনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক  :  দীর্ঘ  এক দশকেরও বেশি সময় পর আবারও আরব লীগে ফিরেছে সিরিয়া। শুক্রবার (১৯ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের সম্মেলনে বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। আলোচিত, সমালোচিত ও বিতর্কিত সিরিয়ান প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ আরব বিশ্বের অংশ। তাদের কখনো আরব থেকে আলাদা করা যাবে না।

এছাড়া নিজের বক্তব্যে আকারে-ইঙ্গিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও কড়া সমালোচনা করেছেন তিনি।

সিরিয়াকে আরব লীগে ফেরানোর ব্যাপারে বাসার আল-আসাদ বলেছেন, ‘আমি আশা করি, যুদ্ধ এবং ধ্বংসের বদলে আমাদের মধ্যে সংহতি ও এই অঞ্চলে শান্তির জন্য এটি আরবের একটি নতুন অধ্যায়।’

আরব বিশ্বের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করবেন না এমন আশা ব্যক্ত করে আসাদ বলেছেন, ‘অভ্যন্তরীণ বিষয়গুলো দেশের মানুষের কাছেই ছেড়ে দেওয়া উচিত, কারণ নিজস্ব বিষয়গুলোর সমাধানের জন্য তারাই সবচেয়ে সেরা।’

২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনের নির্দেশ দেন প্রেসিডেন্ট আসাদ। যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ২ কোটি ৩০ লাখ মানুষ।

আসাদের বিরুদ্ধে যেসব দল অস্ত্র হাতে তুলে নিয়েছিল যেসব দলকে ‍সহায়তা দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে তুরস্কের সেনাও পাঠান। বর্তমানে এসব অঞ্চল বিদ্রোহী ও তার্কিস সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ায় সেনা পাঠানোয় আরব লীগের সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন বাসার আল-আসাদ। তিনি এরদোয়ানকে দখলদার ও সম্প্রসারণবাদী হিসেবেও উল্লেখ করেছেন। এ ব্যাপারে আসাদ বলেছেন, ‘অটোমানের সম্প্রসারণবাদী চিন্তা-ভাবনা’ খুবই ঝুঁকিপূর্ণ। – সূত্র: আল জাজিরা

নাছরিন/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এরদোয়ানকে ‘ইঙ্গিত’ করে সিরিয়ার প্রেসিডেন্টের কড়া সমালোচনা

প্রকাশের সময় : ০৫:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক  :  দীর্ঘ  এক দশকেরও বেশি সময় পর আবারও আরব লীগে ফিরেছে সিরিয়া। শুক্রবার (১৯ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের সম্মেলনে বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। আলোচিত, সমালোচিত ও বিতর্কিত সিরিয়ান প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ আরব বিশ্বের অংশ। তাদের কখনো আরব থেকে আলাদা করা যাবে না।

এছাড়া নিজের বক্তব্যে আকারে-ইঙ্গিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও কড়া সমালোচনা করেছেন তিনি।

সিরিয়াকে আরব লীগে ফেরানোর ব্যাপারে বাসার আল-আসাদ বলেছেন, ‘আমি আশা করি, যুদ্ধ এবং ধ্বংসের বদলে আমাদের মধ্যে সংহতি ও এই অঞ্চলে শান্তির জন্য এটি আরবের একটি নতুন অধ্যায়।’

আরব বিশ্বের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করবেন না এমন আশা ব্যক্ত করে আসাদ বলেছেন, ‘অভ্যন্তরীণ বিষয়গুলো দেশের মানুষের কাছেই ছেড়ে দেওয়া উচিত, কারণ নিজস্ব বিষয়গুলোর সমাধানের জন্য তারাই সবচেয়ে সেরা।’

২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনের নির্দেশ দেন প্রেসিডেন্ট আসাদ। যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ২ কোটি ৩০ লাখ মানুষ।

আসাদের বিরুদ্ধে যেসব দল অস্ত্র হাতে তুলে নিয়েছিল যেসব দলকে ‍সহায়তা দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে তুরস্কের সেনাও পাঠান। বর্তমানে এসব অঞ্চল বিদ্রোহী ও তার্কিস সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ায় সেনা পাঠানোয় আরব লীগের সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন বাসার আল-আসাদ। তিনি এরদোয়ানকে দখলদার ও সম্প্রসারণবাদী হিসেবেও উল্লেখ করেছেন। এ ব্যাপারে আসাদ বলেছেন, ‘অটোমানের সম্প্রসারণবাদী চিন্তা-ভাবনা’ খুবই ঝুঁকিপূর্ণ। – সূত্র: আল জাজিরা

নাছরিন/হককথা