এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

- প্রকাশের সময় : ১১:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৪৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে একরে পর এক দেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বছরেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে তুরস্ক-সিরিয়ায়। তারপর কিছুসময় পর পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশেও ভূমিকম্প আঘাত হেনেছে। এবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। বাংলাদেশ সময় আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
আরোও পড়ুন । পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, দেশটির কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরে বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ) কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ। গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হয়। যা কিছু সময় পর তুলে নেওয়া হয়।
সুমি/হককথা