এবার ‘ন্যাটো ডিভাইসে’ নিষিদ্ধ হলো টিকটক
- প্রকাশের সময় : ০১:৫৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ৪৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা উদ্বেগের কথা তুলে আনুষ্ঠানিকভাবে নিজ কর্মীদের ব্যবহৃত সব ধরনের ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করলো পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এ বিষয়ে জানা ন্যাটোর দুই কর্মকর্তা বলেন, ন্যাটোর দেওয়া ডিভাইসে আনুষ্ঠানিকভাবে টিকটক ডাউনলোড নিষিদ্ধ করা হয়েছে।
গত শুক্রবার (৩১ মার্চ) সকালে ন্যাটো কর্মকর্তারা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে কর্মীদের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে সরকারিভাবে নিষেধাজ্ঞার কথা তুলে ধরা হয়েছে। যদিও প্রযুক্তিগত বিধিনিষেধের কারণে আগেও ন্যাটোর ডিভাইসে টিকটক ব্যবহারে করা সম্ভব হতো। তবে এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আরোও পড়ুন । সিরিয়া থেকে আসা বিমান ভূপাতিত করল ইসরায়েল
এ প্রসঙ্গে ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ন্যাটোর সাইবার নিরাপত্তা সবার আগে। টিকটক ন্যাটো ডিভাইসে অ্যাক্সেসযোগ্য নয়। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে চীনের এই জনপ্রিয় অ্যাপটিকে সবশেষ নিষিদ্ধের তালিকায় রাখলো ন্যাটো। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, কানাডা ও ইউরোপীয় পার্লামেন্টসহ অনেক দেশ সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। নিরাপত্তা উদ্বেগের কোনও কারণ নেই জানিয়ে আসছে চীন সরকার। সূত্র : সিএনএন
বেলী / হককথা