এবার এরদোয়ানকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা
- প্রকাশের সময় : ০৩:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৩৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল রিসেপ তাইয়েপ এরসোয়ানকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান, এরদোয়ান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এরদোয়ানের বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করে।
আরোও পড়ুন। এরদোয়ানকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর অভিনন্দন
সংবাদসংস্থাটি জানায়, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরপর এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ। এদিকে পরবর্তীতে এরদোয়ানও তার বিজয় দাবি করেছেন এবং সমর্থকদের উদ্দেশে গান গেয়ে ভাষণ দিয়েছেন। বিশ্বনেতারাও এরদোয়ানকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রসিডেন্টও।
সুমি/হককথা