নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এত ইসরাইলি সেনা বন্দি করেছি যে, সকল ফিলিস্তিনিকে ছাড়িয়ে আনা যাবে : হামাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ৪৬ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : ইসরাইলের বেশ বড় সংখ্যক সেনা বন্দির দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আটক ইসরাইলি সেনাদের মধ্যে আছে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন অফিসারও। হামাস দাবি করছে, তারা যে পরিমাণ ইসরাইলি সেনা বন্দি করেছে, তার বিনিময়ে পশ্চিম জেরুসালেম কারাগারে বন্দি থাকা সকল ফিলিস্তিনিকে ছাড়িয়ে আনা যাবে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, হামাসের ডেপুটি প্রধান সালেহ আল-আরুরি গণমাধ্যমকে চলমান সংঘাত সম্পর্কে সর্বশেষ আপডেট দেন। এসময় তিনি বলেন, আমরা অনেক ইসরাইলি সেনাকে বন্দি করেছি, যাদের মধ্যে আছে বেশ কয়েকজন অফিসারও। আমি ফিলিস্তিনি বন্দিদের বলতে চাই, আমাদের হাতে যা আছে তা দিয়ে আপনাদের সকলের মুক্তি সম্ভব। লড়াই যত দীর্ঘায়িত হবে, বন্দির সংখ্যা তত বাড়তে থাকবে।

জানা গেছে, এসব ইসরাইলি বন্দীদের অনেককেই গাজায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইসরাইলের মধ্যে যেসব এলাকা হামাস দখল করেছে, সেখানেও কিছু সেনাকে রাখা হয়েছে। উল্লেখ্য, ইসরাইলের জেলগুলোতে প্রায় ৫২০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এত ইসরাইলি সেনা বন্দি করেছি যে, সকল ফিলিস্তিনিকে ছাড়িয়ে আনা যাবে : হামাস

প্রকাশের সময় : ০৮:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : ইসরাইলের বেশ বড় সংখ্যক সেনা বন্দির দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আটক ইসরাইলি সেনাদের মধ্যে আছে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন অফিসারও। হামাস দাবি করছে, তারা যে পরিমাণ ইসরাইলি সেনা বন্দি করেছে, তার বিনিময়ে পশ্চিম জেরুসালেম কারাগারে বন্দি থাকা সকল ফিলিস্তিনিকে ছাড়িয়ে আনা যাবে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, হামাসের ডেপুটি প্রধান সালেহ আল-আরুরি গণমাধ্যমকে চলমান সংঘাত সম্পর্কে সর্বশেষ আপডেট দেন। এসময় তিনি বলেন, আমরা অনেক ইসরাইলি সেনাকে বন্দি করেছি, যাদের মধ্যে আছে বেশ কয়েকজন অফিসারও। আমি ফিলিস্তিনি বন্দিদের বলতে চাই, আমাদের হাতে যা আছে তা দিয়ে আপনাদের সকলের মুক্তি সম্ভব। লড়াই যত দীর্ঘায়িত হবে, বন্দির সংখ্যা তত বাড়তে থাকবে।

জানা গেছে, এসব ইসরাইলি বন্দীদের অনেককেই গাজায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইসরাইলের মধ্যে যেসব এলাকা হামাস দখল করেছে, সেখানেও কিছু সেনাকে রাখা হয়েছে। উল্লেখ্য, ইসরাইলের জেলগুলোতে প্রায় ৫২০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে।