এগিয়ে আসছে রুশ সামরিক বহর, কিয়েভে আতঙ্ক

- প্রকাশের সময় : ০৫:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ৪২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী হবার কারণে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। রাশিয়ার সামরিক বহরের এই গতিপথ পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব।
আজ মঙ্গলবার (১ মার্চ) কিয়েভ থেকে বিবিসির চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লিস ডুসেট এ কথা জানিয়েছেন।
খবর পাওয়া যাচ্ছে, রাশিয়ার এই বিশাল সামরিক বহর এগিয়ে আসার পথে আরও বেশি শক্তি সঞ্চয় করছে।
কিয়েভ শহরের অনেকে আশঙ্কা করছেন, রাশিয়ার সৈন্যরা ‘মধ্যযুগীয় কায়দায়’ শহরকে অবরোধ করে রাখবে। শহরের বাসিন্দাদের জন্য খাদ্য, পানি ও জরুরি সরবরাহ বন্ধের আশংকা করা হচ্ছে।
কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক গাড়ি বহর। কিয়েভের উত্তরাঞ্চলে ধারণ করা স্যাটেলাইট ছবিতে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ এই বহর ধরা পড়েছে।
যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি মাক্সার এই ছবি ধারণ করেছে। এ খবরে কিয়েভের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
মাক্সারের স্যাটেলাইট চিত্রের বরাতে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, আন্তোনভ বিমানবন্দর এলাকার পূর্ব প্রান্তে শত শত সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সরঞ্জাম বহনকারী যানের উপস্থিতি শনাক্ত হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, কিয়েভের চারপাশে উত্তেজনা বিরাজ করছে। শত্রুরা সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।
রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে তখন ধারণা করা হয়েছিল শক্তিশালী রাশিয়া মাত্র কয়েকদিন কিংবা কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভ দখল করে নেবে। কিন্তু হামলার পর আজ ছয়দিন চলছে।
পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারন মানুষ একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। অনেক সাধারন মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে। -বিবিসি
হককথা/এমউএ