এক বছরে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই মারা গেছেন ফিলিস্তিন যুদ্ধে— সিপিজে
- প্রকাশের সময় : ১০:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৪ বার পঠিত
২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত ৯৯ জন সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এ তথ্য জানিয়েছে। এদের মধ্যে তিনজন লেবানিজ ও দুজন ইসরায়েলি সাংবাদিকও রয়েছেন। স্বল্প সময়ের ব্যবধানে শুধু সাংবাদিকদেরই নয়, গাজায় অনেক সাংবাদিকের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছে।
সিপিজের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, একটি দেশে সারা বছর যতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধের তিন মাসে তার চেয়েও অধিক সাংবাদিক মারা গেছেন। সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোদি গিন্সবার্গ বলেছেন, গাজায় সাংবাদিকরা সম্মুখ সারিতে ছিলেন। তিনি বলেন, এ যুদ্ধে ফিলিস্তিনের সাংবাদিকদের যে অপরিসীম ক্ষতি হয়েছে, তাতে এ অঞ্চল ও তার বাইরে সাংবাদিকতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। একজন সাংবাদিককে হত্যা বিশ্বকে বোঝার নতুন ইঙ্গিত বহন করে।
গাজা, ইসরায়েল ও লেবাননের বাইরে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সাংবাদিক হত্যা কমেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলছে, তবে এ তথ্য বিশ্বের অন্য প্রান্তে সাংবাদিকতা নিরাপদে রয়েছে, এমন নিশ্চয়তা দেয় না। সূত্র : বণিক বার্তা।