একদিনে সর্বোচ্চ সৈন্যের মৃত্যু, ইসরায়েল বলল চরম মূল্য দিতে হচ্ছে
- প্রকাশের সময় : ০৭:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪৪ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে তুমুল সংঘর্ষ চলছে উপত্যকায় ঢুকে স্থল অভিযানে অংশ নেওয়া ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের। গত ২৪ ঘণ্টায় হামাসের হামলায় গাজায় অন্তত ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হামাসের হামলায় ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির এই ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক এবং বিশাল ধাক্কা’ বলে অভিহিত করেছেন।
বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে গাজায় হামাসের সাথে লড়াইয়ে মঙ্গলবার ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এতে বলা হয়, গাজায় রাতে অভিযান চালানোর সময় ইসরায়েলি ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থল অভিযান শুরু করার পর গাজায় একদিনে এটাই সর্বোচ্চ ইসরায়েলি সৈন্যের মৃত্যু।
ইয়োভ গ্যালান্ত বলেছেন, ‘‘গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যোদ্ধাদের মৃত্যু ইসরায়েলের জন্য এক ‘কঠিন এবং বেদনাদায়ক আঘাত।’ গাজা উপত্যকার গভীরে ঢুকে লড়াইয়ের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য দুর্ভাগ্যবশত আমাদের চরম মূল্যও দিতে হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘আমরা একটি দীর্ঘ ও জটিল অভিযানের জন্য প্রস্তুত। এ জন্য আমাদের সাহস, সংকল্প এবং অধ্যবসায় দরকার— আমরা জিতব।’’
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় পালমাচিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর অভিজাত শাখা শালদাগ ও ৬৬৯ ইউনিটের সদস্যদের সাথে বৈঠকের সময় এসব মন্তব্য করেছেন গ্যালান্ত। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদন অনুযায়ী গ্যালান্ত বলেছেন, ‘‘ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার গভীরে ঢুকে ব্যাপকভাবে বলপ্রয়োগ করছে।’’
‘‘সেখানে মোতায়েনরত সৈন্যদের সাথে যুদ্ধ চলছে। যুদ্ধক্ষেত্রের ফলাফল এবং অর্জন দুর্দান্ত। দুর্ভাগ্যবশত এই যুদ্ধে মূল্যও চোকাতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় আমাদের চরম মূল্য দিতে হয়েছে।’’
গত ৭ অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর সৈন্যদের হতাহতের পরিসংখ্যান নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, মঙ্গলবার গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের সময় ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন; যাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৪ বছর। নিহত সৈন্যদের ছবি সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর ৩২৬ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৮ হাজার ৫২৫ জনে পৌঁছেছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ হাজার ৫৪২ শিশু ও ২ হাজার ১৮৭ নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২১ হাজার ৫৪৩ ফিলিস্তিনি। সূত্র : বিবিসি, আলজাজিরা, টাইমস অব ইসরায়েল।
হককথা/নাছরিন