নিউইয়র্ক ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এই প্রথম করোনা আক্রান্তের কথা জানালো উত্তর কোরিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ৫৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া এই প্রথম দেশটিতে করোনাভাইরাসে একজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। তারপরই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন কিম জং উনের প্রশাসন।
এতদিন ধরে উত্তর কোরিয়ার সরকারি অবস্থান ছিল, সেখানে কেউ করোনায় আক্রান্ত হননি। তবে বিশেষজ্ঞরা এই দাবি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সরকার তাদের দাবি থেকে একচুলও সরেনি। এবার তারা স্বীকার করলো যে, তাদের দেশে একজন করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছে।
দেশটির সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, এই ঘোষণার পরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।
পিয়ংইয়ং শহরেই ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে সরকারি কর্মকর্তারা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কী করে তিনি ওমিক্রনে আক্রান্ত হলেন, সেটাও জানানো হয়নি।
কেএনসিএ জানিয়েছে, গত দুই বছর ধরে উত্তর কোরিয়ার এমার্জেন্সি কোয়ারান্টিন ফ্রন্ট নিখুঁতভাবে কাজ করছিল। কিন্তু এবার করোনায় আক্রান্ত একজনের খোঁজ পাওয়া গেল। এটা দেশের সবচেয়ে বড় ঘটনা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওয়ার্কার্স পার্টির নেতাদের সাথে বৈঠক করেছেন। সেখানেই ঠিক হয়েছে, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ পর্যায়ে জরুরি অবস্থা জারি করতে হবে।
কেএনসিএ জানিয়েছে, কিম নির্দেশ দিয়েছেন, পুরো দেশে কঠোরভাবে লকডাউন জারি করা হবে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত রাখা হবে।
দক্ষিণ কোরিয়া ও চীনের মিডিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ায় সব মানুষকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে। -ডয়চে ভেলে
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই প্রথম করোনা আক্রান্তের কথা জানালো উত্তর কোরিয়া

প্রকাশের সময় : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া এই প্রথম দেশটিতে করোনাভাইরাসে একজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। তারপরই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন কিম জং উনের প্রশাসন।
এতদিন ধরে উত্তর কোরিয়ার সরকারি অবস্থান ছিল, সেখানে কেউ করোনায় আক্রান্ত হননি। তবে বিশেষজ্ঞরা এই দাবি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সরকার তাদের দাবি থেকে একচুলও সরেনি। এবার তারা স্বীকার করলো যে, তাদের দেশে একজন করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছে।
দেশটির সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, এই ঘোষণার পরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।
পিয়ংইয়ং শহরেই ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে সরকারি কর্মকর্তারা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কী করে তিনি ওমিক্রনে আক্রান্ত হলেন, সেটাও জানানো হয়নি।
কেএনসিএ জানিয়েছে, গত দুই বছর ধরে উত্তর কোরিয়ার এমার্জেন্সি কোয়ারান্টিন ফ্রন্ট নিখুঁতভাবে কাজ করছিল। কিন্তু এবার করোনায় আক্রান্ত একজনের খোঁজ পাওয়া গেল। এটা দেশের সবচেয়ে বড় ঘটনা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওয়ার্কার্স পার্টির নেতাদের সাথে বৈঠক করেছেন। সেখানেই ঠিক হয়েছে, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ পর্যায়ে জরুরি অবস্থা জারি করতে হবে।
কেএনসিএ জানিয়েছে, কিম নির্দেশ দিয়েছেন, পুরো দেশে কঠোরভাবে লকডাউন জারি করা হবে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত রাখা হবে।
দক্ষিণ কোরিয়া ও চীনের মিডিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ায় সব মানুষকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে। -ডয়চে ভেলে
হককথা/এমউএ