উবারের গোপন তথ্য ফাঁস

- প্রকাশের সময় : ০১:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ৬১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার বিশ্বব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারণে কি করেছে সেসব বিষয় নিয়ে একটি অনুসন্ধানীমূলক রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
তাদের রিপোর্টে ওঠে এসেছে, নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে উবার। এরপর তাদের দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করে নিয়েছে।
১ লাখ ২৪ হাজার নথি যাচাই-বাঁছাই করে এসব তথ্য জানিয়েছে গার্ডিয়ান। ২০১৩-২০১৭ সাল পর্যন্ত তাদের বিভিন্ন কর্মযজ্ঞের নথি এগুলো।
উবার যেসব ব্যক্তিদের দিয়ে সুবিধা আদায় করে নিয়েছিল তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ওই সময় তিনি অর্থমন্ত্রী ছিলেন।
যেসব দেশে উবারের মতো রাইড শেয়ারিং সার্ভিসগুলোর অনুমোদন ছিল না সেসব দেশে আইন পরিবর্তন করে বা বিধান পরিবর্তন করে অনুমোদন নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
তাছাড়া পুলিশের সঙ্গে প্রতারণা করতেও চালকদের নির্দেশনা দিয়েছিল উবার। পুলিশ যেন কোনো গোপন তথ্য না পেয়ে যায় তাই চালকদের কিল সুইচ ব্যবহার করতেও বলেছিল তারা। সূত্র : দ্য গার্ডিয়ান
হককথা/এমউএ