নিউইয়র্ক ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

উপপ্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৫২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ। তিনি ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে নৃশংস হামলার জন্য বিশেষভাবে পরিচিত। সদ্য বরখাস্ত ৬৭ বছর বয়সী দিমিত্রি বুলগাকভকে নতুন দায়িত্ব দেওয়া হবে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, জেনারেল দিমিত্রি বুলগাকভ ২০০৮ সাল থেকে রুশ সামরিক বাহিনীর রসদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। এরপর ২০১৫ সালে সিরিয়ায় রুশ সৈন্য মোতায়েনের দায়িত্বও ছিল তাঁর ওপর।

তবে পর্যবেক্ষকেরা বলছেন, সম্প্রতি তিনি রুশ সেনাবাহিনীতে পার্শ্ব চরিত্রে পরিণত হয়েছেন। অনেকেই অভিযোগ করে বলেছেন, তিনি সুশৃঙ্খলভাবে অপারেশন চালাতে পারছেন না এবং তাঁর কারণেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর কারণেই রুশ বাহিনীতে রসদ সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

রাশিয়ার যুদ্ধপন্থী ব্যক্তিরা তাঁর বরখাস্তকে ও জেনারেল মিজিনসেভের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তবে ইউক্রেনীয়রা তাঁকে ‘মারিউপোলের কসাই’ নামে ডাকে। তিনি একসময় সিরিয়ায় রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অভিযানেই রুশ বাহিনীর বোমা হামলায় সিরিয়ার আলেপ্পো শহর বিধ্বস্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, গত মার্চ মাসে ৬০ বছর বয়সী জেনারেল মিজিনসেভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি সিরিয়ায় ও ইউক্রেনে ‘নৃশংস কৌশল’ ব্যবহার করেছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, মস্কোর ক্রমবর্ধমান ‘অকার্যকর কমান্ড কাঠামো’ পুতিনকে বাধ্য করেছে যুদ্ধকৌশলে ভূমিকা নিতে।

হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

উপপ্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

প্রকাশের সময় : ০১:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ। তিনি ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে নৃশংস হামলার জন্য বিশেষভাবে পরিচিত। সদ্য বরখাস্ত ৬৭ বছর বয়সী দিমিত্রি বুলগাকভকে নতুন দায়িত্ব দেওয়া হবে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, জেনারেল দিমিত্রি বুলগাকভ ২০০৮ সাল থেকে রুশ সামরিক বাহিনীর রসদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। এরপর ২০১৫ সালে সিরিয়ায় রুশ সৈন্য মোতায়েনের দায়িত্বও ছিল তাঁর ওপর।

তবে পর্যবেক্ষকেরা বলছেন, সম্প্রতি তিনি রুশ সেনাবাহিনীতে পার্শ্ব চরিত্রে পরিণত হয়েছেন। অনেকেই অভিযোগ করে বলেছেন, তিনি সুশৃঙ্খলভাবে অপারেশন চালাতে পারছেন না এবং তাঁর কারণেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর কারণেই রুশ বাহিনীতে রসদ সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

রাশিয়ার যুদ্ধপন্থী ব্যক্তিরা তাঁর বরখাস্তকে ও জেনারেল মিজিনসেভের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তবে ইউক্রেনীয়রা তাঁকে ‘মারিউপোলের কসাই’ নামে ডাকে। তিনি একসময় সিরিয়ায় রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অভিযানেই রুশ বাহিনীর বোমা হামলায় সিরিয়ার আলেপ্পো শহর বিধ্বস্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, গত মার্চ মাসে ৬০ বছর বয়সী জেনারেল মিজিনসেভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি সিরিয়ায় ও ইউক্রেনে ‘নৃশংস কৌশল’ ব্যবহার করেছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, মস্কোর ক্রমবর্ধমান ‘অকার্যকর কমান্ড কাঠামো’ পুতিনকে বাধ্য করেছে যুদ্ধকৌশলে ভূমিকা নিতে।

হককথা/এমউএ