ইসরায়েল-ফিলিস্তিনে রণক্ষেত্র, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

- প্রকাশের সময় : ০৯:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৭৩ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক :ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিন দমন-পীড়ন ও আগ্রাসন চালানোর প্রতিবাদে স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির রকেট হামলায় ২২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। জবাবে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
শনিবার ভোরে গাজা থেকে আকস্মিকভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চল অভিমুখে একের পর এক রকেট ছুড়তে থাকে হামাস। কিছু বুঝে উঠার আগেই অন্তত পাঁচ হাজার রকেট পড়ে ইসরায়েলের দিকে। অনেক আবাসিক স্থাপনা, দোকানপাট ও যানবাহনে আগুন ধরে যায়।
এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণকে উদ্দেশ্য করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরাই বিজয়ী হবো।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে অবরুদ্ধ গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলে হামলায় ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছে বাহিনীটি।

দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। রকেট হামলায় কঠোর নিন্দা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আমারা হতাহত, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করা উচিত উল্লেখ করে বিবদমানপক্ষগুলোকে থামার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন একে সন্ত্রাসবাদের সবচেয়ে ঘৃণ্য হামলা বলে বর্ণনা করেছেন। নিন্দা জানিয়ে উভয়পক্ষকে দোষারাপের খেলা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে উভপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরানের মিত্র রাশিয়াও। সূত্র : আল জাজিরা, বিবিসি