ইসরায়েলে রাস্তায় লাখ লাখ মানুষ, দিশেহারা নেতানিয়াহু
- প্রকাশের সময় : ১২:৪৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৫০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক জীবনে বহুবার সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিবারই ফিরে এসেছেন। তবে এবার তিনি পড়েছেন এমন পরিস্থিতিতে যেখান থেকে পরিত্রাণ পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইসরায়েলজুড়ে শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ। দেখতে দেখতে সেই প্রতিবাদ ছুঁয়েছে ২০ সপ্তাহ। এখনও আন্দোলন দমানো যায়নি, বরং তা উত্তরোত্তর বাড়ছে। শনিবার ইসরায়েলে লাখ লাখ মানুষকে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। খবর ইয়াহু ডটকমের
আরোও পড়ুন । ইউক্রেনের অভিজ্ঞতায় বদলাচ্ছে রুশ বাহিনী, পাল্লা দিতে প্রস্তুতি ন্যাটোর
এই মুহূর্তে ইজসরায়েলজুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে জনতার বিক্ষোভ তুঙ্গে। ঠিক কী কারণে ক্ষোভ? তার বিরুদ্ধে অভিযোগ, আইনি ব্যবস্থার সংশোধনের নামে সুপ্রিম কোর্টের ক্ষমতা এমনই খর্ব করে দেওয়া হয়েছে যে। ইসরায়েলে গণতন্ত্র প্রায় ধ্বংসের মুখে। এই নিয়ে বিক্ষোভ দেখাতে জানুয়ারি থেকেই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন ইসরায়েলিরা। বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। শনিবারও সেই ছবি দেখা গেল। ইসরায়েলের রাস্তাজুড়েই দেখা গেছে নীল-সাদা পতাকার সমুদ্র। এই পতাকাই এই মুহূর্তে প্রতিবাদের প্রতীক। প্রতিবাদীদের স্লোগান দিতে দেখা গেছে, ‘ইসরায়েলে প্রায় একনায়কতন্ত্র চলছে’। সাগি মিজরাহি নামের এক বিক্ষোভকারী জানান, ‘আর কিছু ঘণ্টার মধ্যেই যেকোনও মুহূর্তে গণতন্ত্র থেকে সম্পূর্ণ একনায়কতন্ত্রের দিকে চলে যাবে ইসরায়েল। ভাবতেই আতঙ্কিত হয়ে পড়ছি।’
সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা