বিজ্ঞাপন :
ইসরায়েলে এক পরিবারের ৫ জনসহ ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ইসরায়েলে আলদা দুটি ঘটনায় এক পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটিতে আরব সংখ্যালঘুদের ওপর প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি।
ইসরায়েলি পুলিশ জানায়, উত্তর ইসরায়েলের বাসমাত তাবুন শহরে বুধবার গুলি করে হত্যা করা হয় এক পরিবারের পাঁচ সদস্যকে। তাদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।
এর আগে হাইফা শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে মুখোশধারী বন্দুকধারীরা। কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি।
দুই হামলা কোনও ভাবে সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলের ৯৭ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২০ শতাংশই ফিলিস্তিনি নাগরিক। দীর্ঘদিন ধরে তারা দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার হচ্ছেন। সূত্র : রয়টার্স