ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে
- প্রকাশের সময় : ০৩:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৩৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বাড়ছে। সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মারাত্মক উদ্বেগজনক বিষয় বলে সতর্ক করেছেন। তিনি জানান, দেশটির সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল ‘কান’ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে জেনারেল হারজি হালেভি পরিস্থিতিকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। তিনি ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসে ইসরায়েলের তিনজন সেনা আত্মহত্যা করেছে যার মধ্যে গত সপ্তাহে মারা গেছেন দু’জন। ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর ইসরায়েলে অন্তত ৫০০ জনের আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তির বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা মারা গেছেন। আগের বছরের তুলনায় এ মৃত্যুর সংখ্যা বেড়েছে।
গত মাসে হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ‘ইসরায়েল হায়ম’ জানিয়েছে, ‘ইসরায়েলের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা একটি উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে অজ্ঞাতনামা ওই লেফটেন্যান্ট ব্যক্তিগত সমস্যার কারণে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, আত্মহত্যা এখনও ইসরায়েলি সেনাবাহিনীর মৃত্যুর প্রধান কারণ। কোনো যুদ্ধে না জড়িয়েও জায়নবাদী সেনারা বেশি হারে মারা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীতে সাম্প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে আত্মহত্যার সংখ্যা বেড়েছে। সূত্র : ফার্স নিউজ
বেলী / হককথা