বিজ্ঞাপন :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাসপাতালে

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৮৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থবোধ করলে শনিবার (১৫ জুলাই) তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, চিকিৎসকের বরাতে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করাতে ৭৩ বছর বয়সী নেতানিয়াহু তেল হাশোমারের শেবা হাসপাতালে যান
এখন তিনি সুস্থ বলে দাবি করছে তার কার্যালয়। এ বিষয়ে আর কোনও তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রসঙ্গত, তার সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে বড় ধরনের আন্দোলন চলছে। দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।
নাসরিন /হককথা