ইসরাইলের সঙ্গে সম্পর্কের আরও অবনতি তুরস্কের
- প্রকাশের সময় : ০৪:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৮০ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : হামাস-ইসরাইল সংঘর্ষের আবহে ক্রমেই সম্পর্কে অবনতি হচ্ছে তেল আভিভ ও তুরস্কের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ বলে কাঠগড়ায় তোলার পর তাকে ‘সাপ’ বলে কটাক্ষ করলেন জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত। জানালেন, ‘সাপ সাপই থাকে।’
হামাসের সঙ্গে ইসরাইলের সংঘর্ষে নেতানিয়াহু প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন এরদোগান। তাকে বলতে শোনা গিয়েছে, ‘প্রতিটি দেশের অধিকার রয়েছে আত্মরক্ষার। কিন্তু এখানে ন্যায় কোথায়? ইসরাইল যুদ্ধাপরাধীর মতো আচরণ করছে। পশ্চিমী দেশগুলি ইউক্রেনের যুদ্ধে নিহতদের উদ্দেশে চোখের পানি ফেললেও গাজায় ফিলিস্তিনিদের বেলায় তারা চোখ বুজে রয়েছে। এই ধরনের দ্বিচারিতার বিরোধিতা করছি।’
সেই সঙ্গে তার হুঙ্কার, ‘আমরা সারা বিশ্বকে বলতে চাই, ইসরাইল এক যুদ্ধাপরাধী। আমরা এর প্রস্তুতি নিচ্ছি। ওদের যুদ্ধাপরাধী বলে ঘোষণা করবই। গত ২২ দিন ধরে যুদ্ধাপরাধ করে চলেছে ইসরাইল। অথচ পশ্চিমী নেতারা ওদের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না।’ এ পরিস্থিতিতে জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত জিলাদ এরদান এরদোগান সম্পর্কে বলতে গিয়ে জানাচ্ছেন, ‘সাপ সাপই থাকে। এরদোগান নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন। কিন্তু সেমিটিক বিরোধী রয়েই গিয়েছেন।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস রকেট হামলা চালায় ইসরাইলে। সেই সঙ্গে ইসরাইলের ভূখণ্ডে ঢুকে পড়ে বহু ইসরাইলিকে বন্দিও করে তারা। সেই হামলায় অন্তত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। পরে হামাস শিবিরের লক্ষ্যে পালটা হামলা চালিয়েছে ইসরাইলি সেনাও। এখনও পর্যন্ত তাদের বিমান হামলায় গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যাদের মধ্যে অর্ধেকই শিশু।সূত্র : দৈনিক ইনকিলাব