ইসরাইলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান আইরিশ শিক্ষকদের
- প্রকাশের সময় : ০৮:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১১১ বার পঠিত
বিশ্বের বিভিন্ন দেশের মতো সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনেও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। ছবি: সংগৃহীত
আর্ন্তজাতিক ডেস্ক : শনিবার (৪ নভেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাবে ইসরাইলি বাহিনী গাজায় অনবরত হামলা চালাচ্ছে। এতে ফিলিস্তিনে সাড়ে ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
আয়ারল্যান্ডের ৬০০ জনেরও বেশি শিক্ষকের একটি দল এক চিঠিতে বলেছে, ‘ইসরাইলি বোমা হামলায় প্রায় ৪ হাজার শিশু নিহত হয়েছে, যা বিশ্বের অন্যান্য সশস্ত্র সংঘাতে নিহত শিশুদের বার্ষিক সংখ্যার চেয়ে বেশি। ইসরাইলের ইচ্ছাকৃত অবরোধের কারণে জ্বালানি, পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আরও অনেক ফিলিস্তিনি মারা যাচ্ছেন। ইসরাইলিদের বিমান হামলা থেকে ঘর-বাড়ি, স্কুল-কলেজ, উপাসনালয় ও হাসপাতাল কিছুই রক্ষা পাচ্ছে না।’
চিঠিতে উল্লেখ করা হয়েছে,
গাজায় চলমান ইসরাইলের আগ্রাসন হলো গণহত্যা এবং জাতিগত নিধনযজ্ঞ। গাজা উপত্যকায় চলমান ইসরাইলের যুদ্ধের মাত্রা ও তীব্রতা আগের সব ধরনের সহিংসতাকে ছাড়িয়ে গেছে।
চিঠিতে তারা জানান, আয়ারল্যান্ডের বহু বিশ্ববিদ্যালয় এবং ইইউর অর্থে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর সঙ্গে ইসরাইলি বিশ্ববিদ্যালয়ের গভীর সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তাই তারা আয়ারল্যান্ডের সব বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদ্যমান প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ছিন্ন করার আহ্বান জানায়।
চিঠিতে বলা হয়, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সহজতর না হওয়া পর্যন্ত এই সম্পর্ক স্থগিত রাখতে হবে। সূত্র : সময় নিউজ
হককথা/নাছরিন