নিউইয়র্ক ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইরান-আফগান সীমান্তে হঠাৎ উত্তেজনা, ইরানের দুই সীমান্তরক্ষী নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ১৩২ বার পঠিত

আফগানিস্তানের কাবুলের দক্ষিণে হেলমান্দ নদীর একাংশ, ছবি : এপি

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি সীমান্ত চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইরানের দুই সীমান্তরক্ষী এবং একজন সশস্ত্র তালেবান সদস্য নিহত হন। দুই দেশের পানি নিয়ে বিরোধের মধ্যেই সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা সম্প্রতি তীব্র আকারে পৌঁছেছে। শনিবার (২৭ মে) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক বিবৃতিতে দাবি করেছেন, ‘আজ নিমরোজ প্রদেশে আফগানিস্তানের দিকে গুলি ছুড়েছে ইরানি সীমান্ত বাহিনী। আত্মরক্ষার্থে পাল্টা প্রতিক্রিয়া দেখায় আফগান নিরাপত্তা বাহিনীও।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। ইসলামিক আমিরাত (আফগানিস্তান) প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। হামলায় উভয়পক্ষের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।’ তবে ইরানের সরকারি বার্তা সংস্থা (আইআরএনএ) পরে জানিয়েছে, ইরানের দুই সীমান্তরক্ষী প্রাণ হারিয়েছেন। তাদের দুই বেসামরিক নাগরিকও আহত হন। অন্যদিকে তেহরান টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সংঘর্ষে ইরানের তিন নিরাপত্তারক্ষীর প্রাণ গেছে। সীমান্ত নতুন করে পাল্টিপাল্টি হামলায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান। সবশেষ সংঘাতের সঠিক পরিস্থিতি অস্পষ্ট।

আরোও পড়ুন। ‘লেকচার’ দেবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের পানি চুক্তি লঙ্ঘন করছে অভিযোগ করেছে ইরান। পানি চুক্তি লঙ্ঘন না করতে চলতি মাসে তালেবান সরকারকে সতর্ক করে দেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছে তালবান। সূত্র : বাংলা ট্রিবিউন
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইরান-আফগান সীমান্তে হঠাৎ উত্তেজনা, ইরানের দুই সীমান্তরক্ষী নিহত

প্রকাশের সময় : ০৩:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি সীমান্ত চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইরানের দুই সীমান্তরক্ষী এবং একজন সশস্ত্র তালেবান সদস্য নিহত হন। দুই দেশের পানি নিয়ে বিরোধের মধ্যেই সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা সম্প্রতি তীব্র আকারে পৌঁছেছে। শনিবার (২৭ মে) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক বিবৃতিতে দাবি করেছেন, ‘আজ নিমরোজ প্রদেশে আফগানিস্তানের দিকে গুলি ছুড়েছে ইরানি সীমান্ত বাহিনী। আত্মরক্ষার্থে পাল্টা প্রতিক্রিয়া দেখায় আফগান নিরাপত্তা বাহিনীও।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। ইসলামিক আমিরাত (আফগানিস্তান) প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। হামলায় উভয়পক্ষের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।’ তবে ইরানের সরকারি বার্তা সংস্থা (আইআরএনএ) পরে জানিয়েছে, ইরানের দুই সীমান্তরক্ষী প্রাণ হারিয়েছেন। তাদের দুই বেসামরিক নাগরিকও আহত হন। অন্যদিকে তেহরান টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সংঘর্ষে ইরানের তিন নিরাপত্তারক্ষীর প্রাণ গেছে। সীমান্ত নতুন করে পাল্টিপাল্টি হামলায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান। সবশেষ সংঘাতের সঠিক পরিস্থিতি অস্পষ্ট।

আরোও পড়ুন। ‘লেকচার’ দেবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের পানি চুক্তি লঙ্ঘন করছে অভিযোগ করেছে ইরান। পানি চুক্তি লঙ্ঘন না করতে চলতি মাসে তালেবান সরকারকে সতর্ক করে দেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছে তালবান। সূত্র : বাংলা ট্রিবিউন
সুমি/হককথা