নিউইয়র্ক ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইয়েমেনে ত্রাণ আনতে গিয়ে ৭৮ জনের মৃত্যু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ৫২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ আনতে গিয়ে পদদলনের ঘটনায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২২ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীতে দাতব্য সহায়তা হিসেবে অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে প্রায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্থ বিতরণ কার্যক্রম চলাকালে ভিড় নিয়ন্ত্রণে বাতাসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হুথি বাহিনী। ওই সময় একটি বুলেট বৈদ্যুতিক তারে আঘাত হানলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ত্রাণ সহায়তা নিতে আসা মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এরপরই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী সানার একটি স্কুলের ভেতরে বুধবার (১৯ এপ্রিল) পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিলো। পরে মর্মান্তিক ওই ঘটনার পর কর্তৃপক্ষ যাকাতের অর্থ বিতরণ কার্যক্রম আয়োজনের জন্য দুই ব্যবসায়ীকে আটক করেন। সেই সঙ্গে বিষয়টিতে তদন্ত চলছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায়, একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে আছে। চারপাশে অবস্থান করা মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে।সানার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের আল মাউরুনি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করতে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ কামনা করা হয়। গত অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার পরও গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ৬ মাসের যুদ্ধবিরতি নাটকীয়ভাবে হ্রাস পায়।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইয়েমেনে ত্রাণ আনতে গিয়ে ৭৮ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ আনতে গিয়ে পদদলনের ঘটনায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২২ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীতে দাতব্য সহায়তা হিসেবে অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে প্রায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্থ বিতরণ কার্যক্রম চলাকালে ভিড় নিয়ন্ত্রণে বাতাসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হুথি বাহিনী। ওই সময় একটি বুলেট বৈদ্যুতিক তারে আঘাত হানলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ত্রাণ সহায়তা নিতে আসা মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এরপরই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী সানার একটি স্কুলের ভেতরে বুধবার (১৯ এপ্রিল) পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিলো। পরে মর্মান্তিক ওই ঘটনার পর কর্তৃপক্ষ যাকাতের অর্থ বিতরণ কার্যক্রম আয়োজনের জন্য দুই ব্যবসায়ীকে আটক করেন। সেই সঙ্গে বিষয়টিতে তদন্ত চলছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায়, একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে আছে। চারপাশে অবস্থান করা মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে।সানার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের আল মাউরুনি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করতে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ কামনা করা হয়। গত অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার পরও গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ৬ মাসের যুদ্ধবিরতি নাটকীয়ভাবে হ্রাস পায়।
সুমি/হককথা