ইমরান খান ও তার স্ত্রীর বিয়ে কি অবৈধ ?
- প্রকাশের সময় : ১২:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৯৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার বর্তমান স্ত্রী বুশরা বিবিকে অবৈধভাবে বিয়ে করেছেন বলে দাবি করেছেন এক আলেম। মুফতি সাঈদ নামে পরিচিত ওই আলেম বলেন, বুশরা বিবি ইদ্দত পালনের সময় অনৈসলামিকভাবে ইমরানকে বিয়ে করেন। তিনি আরও বলেন, সবকিছু জানা সত্ত্বেও তিনি ওই দম্পতির বিবাহ পড়িয়েছেন। বুশরা রিয়াজ ওয়াট্টুর (তিনি বুশরা বিবি নামে বেশি পরিচিত) সঙ্গে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর কথিত অনৈসলামিক বিবাহ সম্পর্কিত মামলার কার্যক্রম চলাকালীন সাঈদ তার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।
আরোও পড়ুন । মাসে আয় কোটি টাকা, ১৫ বছরেই অবসর চায় এ শিশু
বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন। ইমরানের বন্ধু জুলফি বুখারি এবং পিটিআই দলের সাবেক নেতা আউন চৌধুরী বলেছিলেন, ‘লাহোরে মুফতি সাঈদ ওই বিয়ের ধর্মীয় অনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। তারা দু‘জনেই ওই বিয়ের সাক্ষীও হয়েছিলেন।’ আজ মুফতি সাঈদ তার আইনজীবীর সঙ্গে ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে তার বক্তব্য রেকর্ড করার জন্য হাজির হন।
তিনি বলেন, ইমরান খান ২০১৮ সালের জানুয়ারিতে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। সেই সময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। ইমরান খান আমাকে ওই সময় বুশরা বিবির সঙ্গে তার বিবাহ পড়িয়ে দিতে বলেছিলেন। তখন বুশরা বিবির বোন বলেছিলেন যে তার ইদ্দত পালন সম্পন্ন হয়েছে। কিন্তু, কিছু দিন পরে ইমরান জানতে পারেন যে বুশরা বিবি তার সম্পূর্ণ ইদ্দত পালন করেননি। এরপর তিনি এ বিবাহ বৈধ ও ইসলাম সম্মত করার জন্য আমাকে দিয়ে পুনরায় বিবাহ পড়ান। সূত্র : জিও নিউজ
বেলী / হককথা