ইমরান খান অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ বাঁধাতে চান : মরিয়ম

- প্রকাশের সময় : ১২:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৫৩ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশে অস্থিরতা, নৈরাজ্য আর গৃহযুদ্ধ বাঁধাতে চান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। বুধবার একটি ভিডিও বার্তায় তিনি একথা বলেন। দ্য নিউজ জানিয়েছে, মরিয়ম বলেন, গ্রেপ্তার এড়াতে ইমরান খান পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে। নারী, শিশু এবং যুবকদের তার ঢাল বানিয়েছে। তার গ্রেপ্তার অভিযানের সঙ্গে ক্ষমতাসীন সরকারের কোনো যোগসূত্র নেই। আগের সরকারের মেয়াদে বিরোধী দলের নেতাকর্মীদের জেল-জুলুমের অভিযোগ করে তিনি বলেন, ইমরান খান বোঝাতে চাচ্ছেন তাকে গ্রেপ্তারের অভিযানে সরকারের হাত রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তিনি দোষী, আর আদলত সেজন্য তাকে তলব করেছে।
মন্ত্রী মরিয়ম বলেন, “ইমরান খান রাজনৈতিকভাবে মৃত। এখন তার সশস্ত্র দল এবং গুন্ডাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন। পিটিআই একটি রাজনৈতিক দল নয় বরং একটি ‘সশস্ত্র গ্যাং’-এ পরিণত হয়েছে। কারণ একটি রাজনৈতিক দল সব্সময় আইনের শাসন মেনে চলে।” ইমরান খান তার নোংরা উপায়ে আদালত ও আদেশের অবমাননা করছেন বলে অভিযোগ করেন তিনি। তোষাখানা মামলায় আদালত থেকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ৫ মার্চ গ্রেপ্তার করতে পুলিশ লাহোরে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছিল। পুলিশ আসার আগেই পিটিআই এর নেতা ফাওয়াদ চৌধুরি দলীয় কর্মীসমর্থকদের ইমরানের বাড়ির সামনে হাজির হওয়ার আহ্বান জানান।
সমর্থকরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেয়। পুলিশ সতর্ক করলেও সেই হুঁশিয়ারিতে ইমরান সমর্থকরা ভয় পায়নি। সমর্থকদের দাবি, ইমরানকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলো হবে। মঙ্গলবার ফের গ্রেপ্তার অভিযানে পুলিশ ইমরানের বাড়ির সামনে গেলে পিটিআই দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ পরিস্থিতিতে এদিন ইমরান খান তার সমর্থকদেরকে বাড়ি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে টুইট করেন। এই গ্রেপ্তার অভিযানের পেছনে ক্ষমতাসীন সরকারের হাত রয়েছে বলে অভিযোগ ইমরানের।
সুমি/হককথা