নিউইয়র্ক ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ৮৮ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে তাকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছে আদালত। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ ঘোষণা করেন।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথার এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমটি জানায়, সাজা স্থগিতের রায় নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আগেই চ্যালেঞ্জ করেছিলেন ইমরান খান ও তার দল পিটিআই। ইসলামাবাদের রায়কে তার আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।গত বুধবার (২৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল তার পর্যবেক্ষণে বলেছেন, দায়রা আদালত একদিনে রায় দিয়েছে, যেটা সঠিক ছিল না। তাই প্রথম দৃষ্টিতেই দায়রা আদালতের রায়ে ত্রুটি ধরা পড়েছে।

এর আগে, তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। আদালতের নির্দেশে লাহারের জামান পার্কের বাসভবন থেকে তাৎক্ষণিক আটক করা হয় ইমরানকে। তার দল পিটিআইয়ের অভিযোগ, রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আগে থেকেই রায়ের ফলাফল জানতো কিনা, এমন প্রশ্ন তুলেন দলটির নেতাকর্মীরা। সূত্র : ডন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত

প্রকাশের সময় : ০৮:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে তাকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছে আদালত। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ ঘোষণা করেন।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথার এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমটি জানায়, সাজা স্থগিতের রায় নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আগেই চ্যালেঞ্জ করেছিলেন ইমরান খান ও তার দল পিটিআই। ইসলামাবাদের রায়কে তার আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।গত বুধবার (২৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল তার পর্যবেক্ষণে বলেছেন, দায়রা আদালত একদিনে রায় দিয়েছে, যেটা সঠিক ছিল না। তাই প্রথম দৃষ্টিতেই দায়রা আদালতের রায়ে ত্রুটি ধরা পড়েছে।

এর আগে, তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। আদালতের নির্দেশে লাহারের জামান পার্কের বাসভবন থেকে তাৎক্ষণিক আটক করা হয় ইমরানকে। তার দল পিটিআইয়ের অভিযোগ, রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আগে থেকেই রায়ের ফলাফল জানতো কিনা, এমন প্রশ্ন তুলেন দলটির নেতাকর্মীরা। সূত্র : ডন।