নিউইয়র্ক ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরানের লংমার্চের খবর সংগ্রহে গিয়ে নারী সাংবাদিক নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৮৩ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের লংমার্চের খবর সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর লংমার্চ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করেছেন ইমরান খান। এর আগে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ইমরান খান টুইটারে এক পোস্টে জানান, লংমার্চ চলাকালীন দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা অনেক বেদনাদায়ক।

লাহোরের লিবার্টি চকে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, এই লংমার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য। এর একমাত্র লক্ষ্য জাতিকে মুক্ত করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা।

কিছুদিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গত শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরানের লংমার্চের খবর সংগ্রহে গিয়ে নারী সাংবাদিক নিহত

প্রকাশের সময় : ০২:১৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের লংমার্চের খবর সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর লংমার্চ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করেছেন ইমরান খান। এর আগে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ইমরান খান টুইটারে এক পোস্টে জানান, লংমার্চ চলাকালীন দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা অনেক বেদনাদায়ক।

লাহোরের লিবার্টি চকে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, এই লংমার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য। এর একমাত্র লক্ষ্য জাতিকে মুক্ত করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা।

কিছুদিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গত শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।