নিউইয়র্ক ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরানকে গ্রেফতারের দিনটি এক অন্ধকার অধ্যায় : পাকিস্তান সেনাবাহিনী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১৫ বার পঠিত

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী বলেছে যে ৯ মে একটি ‘অন্ধকার অধ্যায়’ বলে চিহ্নিত হয়েছে। কারণ, ওই দিন ইমরান খানকে গ্রেফতার করার পর যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দেশের ইতিহাসে “একটি অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণ করা হবে।’ দেশটির সেনাবহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, এবারের বিক্ষোভগুলোতে দেশের সামরিক স্থাপনাগুলোতে সরাসরি আক্রমণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীবিরোধী স্লোগান তোলা হয়েছিল। ওই বিবৃতিতে বলা হয়েছে, দেশের চিরশত্রুরা পঁচাত্তর বছর পরে এমন সাফল্য অর্জন করতে পেরেছে। রাজনীতির চাদরে ছদ্মবেশী এই দলটি কেবলমাত্র ক্ষমতার লালসার জন্য এমনটা করছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার করার পর তার সমর্থকরা পাকিস্তানজুড়ে বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন করেছেন। ফুটেজে দেখা গেছে পিটিআই কর্মীরা লাহোরে একজন শীর্ষ সামরিক কমান্ডারের বাসভবন ভাংচুর করছেন এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সের বাইরের একটি গেটে হামলা চালাচ্ছেন। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, সকল আইন প্রয়োগকারী সংস্থা, সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা এবং সম্পত্তিসহ সেনাবাহিনীর ওপর যেকোনো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এ গোষ্ঠীটি পাকিস্তানকে গৃহযুদ্ধে ঠেলে দিতে চায়। এ কারণে তারা বারবার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।

আরোও পড়ুন । ইমরানকে রাজনীতি থেকে বের করে দেয়া উচিত : মাওলানা ফজলু

এদিকে ইসলামাবাদ থেকে আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ বলেছেন, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দেশটিতে এখনও রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে। তিনি বলেন, এখন বিক্ষোভ শুধু পাকিস্তানের বিভিন্ন প্রদেশের রাজধানীতেই নয়, দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি যে সাতজন পিটিআই সমর্থক নিহত হয়েছে। আমরা বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে দেখেছি। অপরদিকে নিরাপত্তা বাহিনীও তাদের ওপর হামলা করছে। সূত্র : আল-জাজিরা

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরানকে গ্রেফতারের দিনটি এক অন্ধকার অধ্যায় : পাকিস্তান সেনাবাহিনী

প্রকাশের সময় : ০১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী বলেছে যে ৯ মে একটি ‘অন্ধকার অধ্যায়’ বলে চিহ্নিত হয়েছে। কারণ, ওই দিন ইমরান খানকে গ্রেফতার করার পর যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দেশের ইতিহাসে “একটি অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণ করা হবে।’ দেশটির সেনাবহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, এবারের বিক্ষোভগুলোতে দেশের সামরিক স্থাপনাগুলোতে সরাসরি আক্রমণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীবিরোধী স্লোগান তোলা হয়েছিল। ওই বিবৃতিতে বলা হয়েছে, দেশের চিরশত্রুরা পঁচাত্তর বছর পরে এমন সাফল্য অর্জন করতে পেরেছে। রাজনীতির চাদরে ছদ্মবেশী এই দলটি কেবলমাত্র ক্ষমতার লালসার জন্য এমনটা করছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার করার পর তার সমর্থকরা পাকিস্তানজুড়ে বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন করেছেন। ফুটেজে দেখা গেছে পিটিআই কর্মীরা লাহোরে একজন শীর্ষ সামরিক কমান্ডারের বাসভবন ভাংচুর করছেন এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সের বাইরের একটি গেটে হামলা চালাচ্ছেন। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, সকল আইন প্রয়োগকারী সংস্থা, সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা এবং সম্পত্তিসহ সেনাবাহিনীর ওপর যেকোনো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এ গোষ্ঠীটি পাকিস্তানকে গৃহযুদ্ধে ঠেলে দিতে চায়। এ কারণে তারা বারবার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।

আরোও পড়ুন । ইমরানকে রাজনীতি থেকে বের করে দেয়া উচিত : মাওলানা ফজলু

এদিকে ইসলামাবাদ থেকে আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ বলেছেন, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দেশটিতে এখনও রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে। তিনি বলেন, এখন বিক্ষোভ শুধু পাকিস্তানের বিভিন্ন প্রদেশের রাজধানীতেই নয়, দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি যে সাতজন পিটিআই সমর্থক নিহত হয়েছে। আমরা বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে দেখেছি। অপরদিকে নিরাপত্তা বাহিনীও তাদের ওপর হামলা করছে। সূত্র : আল-জাজিরা

বেলী/হককথা