নিউইয়র্ক ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির ছাই উঠল তিন কিলোমিটার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ৬১ বার পঠিত

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে। অগ্ন্যুৎপাতে ৩ কিলোমিটার ওপরে উঠেছে ছাই। এখনও পর্যন্ত ওই অগ্ন্যুৎপাতের ধাক্কায় ক্ষয়ক্ষতি কিংবা মৃত্যুর কথা জানা যায়নি। ক্রাকাতোয়া পর্যবেক্ষণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, চূড়ার উপরে প্রায় ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে দেখা গিয়েছে বিস্ফোরণের স্তম্ভকে। সাধারণ মানুষকে জ্বালামুখের কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে।

আরোও পড়ুন । ভয়ঙ্করতম দাবানলে পুড়ছে কানাডা

আনাক ক্রাকাতোয়াকে বলা হয় ‘ক্রাকাতোয়া আগ্নেয়গিরির সন্তান’। বিশাল আকৃতির এই জ্বালামুখটি সৃষ্টি হয়েছিল ১৮৮৩ সালে। জানা যায়, ১৮৮৩ সালে এমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ক্রাকাতোয়া আগ্নেগিরির ভিতরে, যার আওয়াজ অস্ট্রেলিয়ার পারথ থেকেও শোনা গিয়েছিল। ওই বিস্ফোরণকে ইতিহাসের অন্যতম ভয়ংকর বলে ধরা হয়। সেই বিস্ফোরণেই জন্ম হয় আনাক ক্রাকাতোয়ার। গত বছরও অগ্ন্যুৎপাত হয়েছিল আনাক ক্রাকাতোয়ায়। তারও আগে ২০১৮ সালে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরিতে। জারি হয়েছিল সুনামি সতর্কতা। সূত্র : বিবিসি

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির ছাই উঠল তিন কিলোমিটার

প্রকাশের সময় : ০২:২৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে। অগ্ন্যুৎপাতে ৩ কিলোমিটার ওপরে উঠেছে ছাই। এখনও পর্যন্ত ওই অগ্ন্যুৎপাতের ধাক্কায় ক্ষয়ক্ষতি কিংবা মৃত্যুর কথা জানা যায়নি। ক্রাকাতোয়া পর্যবেক্ষণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, চূড়ার উপরে প্রায় ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে দেখা গিয়েছে বিস্ফোরণের স্তম্ভকে। সাধারণ মানুষকে জ্বালামুখের কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে।

আরোও পড়ুন । ভয়ঙ্করতম দাবানলে পুড়ছে কানাডা

আনাক ক্রাকাতোয়াকে বলা হয় ‘ক্রাকাতোয়া আগ্নেয়গিরির সন্তান’। বিশাল আকৃতির এই জ্বালামুখটি সৃষ্টি হয়েছিল ১৮৮৩ সালে। জানা যায়, ১৮৮৩ সালে এমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ক্রাকাতোয়া আগ্নেগিরির ভিতরে, যার আওয়াজ অস্ট্রেলিয়ার পারথ থেকেও শোনা গিয়েছিল। ওই বিস্ফোরণকে ইতিহাসের অন্যতম ভয়ংকর বলে ধরা হয়। সেই বিস্ফোরণেই জন্ম হয় আনাক ক্রাকাতোয়ার। গত বছরও অগ্ন্যুৎপাত হয়েছিল আনাক ক্রাকাতোয়ায়। তারও আগে ২০১৮ সালে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরিতে। জারি হয়েছিল সুনামি সতর্কতা। সূত্র : বিবিসি

বেলী/হককথা