ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত বেড়ে ৪০
- প্রকাশের সময় : ১০:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৪০জন মারা গেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। জানা গেছে, ধারণা ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ভর্তি জাহাজটি ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়। একশরও বেশি অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় নৌকাটি ফেটে যায়।
আরোও পড়ুন। ইতালীয় উপকূলে পাঁচ লাশসহ প্রায় ৭০০ অভিবাসী উদ্ধার
অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানায়, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি। সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা লোকদের জন্য ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।
সুমি/হককথা