নিউইয়র্ক ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রাশিয়ার প্লেন চলাচল নিষিদ্ধ ঘোষণা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের প্লেন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
উরসুলা বলেন, আমরা রাশিয়ান মালিকানাধীন, রাশিয়াতে নিবন্ধিত ও রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনও ধরনের প্লেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।
এখন থেকে এমন সব প্লেন, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনও দেশে অবতরণ করতে পারবে না, উড্ডয়ন করতে পারবে না এবং দেশগুলোর আকাশসীমার উপর থেকে উড়েও যেতে পারবে না।
যুক্তরাজ্য থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণার পর একের একের পর ইউরোপীয় দেশ রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। জার্মানি তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান প্লেনগুলোকে অনেক ঘুরে যাতায়াত করতে হবে এবং তাতে ফ্লাইটের সময় অনেক বেশি লাগবে। বাণিজ্যিক প্লেনগুলো ইতিমধ্যেই ইউক্রেন, মলদোভা ও বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলছে।
প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় প্লেনসংস্থা এরোফ্লোট বলেছে, তারাও ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।
মস্কোর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্লেনবন্দর দোমোদেদোভো ও শেরেমেতইয়েভোর ফ্লাইট সম্পর্কিত তথ্য প্রদর্শনকারী বোর্ডে প্যারিস, ভিয়েনা ও কালিনগ্রাদগামীসহ কয়েক ডজন ফ্লাইট বাতিল দেখা যাচ্ছে। ব্রিটিশ প্লেনের উপরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছে রাশিয়া। রাশিয়ার এস-সেভেন এয়ারলাইন্স ১৩ মার্চ পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে।
যুক্তরাষ্ট্র প্লেন কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট বুকিংয়ের জন্য এরোফ্লতের সঙ্গে তাদের যে চুক্তি রয়েছে, সেটি বাতিল করবে বলে জানিয়েছে।
ব্রিটিশ কোম্পানি ভার্জিন আটলান্টিক বলেছে, রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে না পারলে তাদের যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী প্লেনের যাত্রার সময় ১৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো বাড়বে।
অস্ট্রেলিয়ান কোম্পানি ক্যান্টাস বলছে, ডারউইন থেকে লন্ডনগামী ফ্লাইট চলাচল তারা রাশিয়ার আকাশসীমা এড়িয়ে অপেক্ষাকৃত দীর্ঘ পথ ব্যাবহার করবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইইউ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক ও রাশিয়া টুডের উপরেও নিষেধাজ্ঞা জারি করবে। এই দুটি সংবাদসংস্থাকে রাশিয়ার মুখপত্র হিসেবে মনে করা হয়।
তিনি বলেন, ‘আমরা তাদের বিষাক্ত, ক্ষতিকারক, ভুয়া তথ্য সম্বলিত খবর প্রচারের মাধ্যমগুলোর উপরেও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্যবস্থা তৈরি করছি।’
এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ দিন শেষে রাশিয়ার পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করেছে বলে কিয়েভ দাবি করেছে। ইউক্রেন সরকার বলছে, তাদের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন তিন লাখ ৬৮ হাজারে পৌঁছেছে। -বিবিসি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রাশিয়ার প্লেন চলাচল নিষিদ্ধ ঘোষণা

প্রকাশের সময় : ১২:১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের প্লেন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
উরসুলা বলেন, আমরা রাশিয়ান মালিকানাধীন, রাশিয়াতে নিবন্ধিত ও রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনও ধরনের প্লেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।
এখন থেকে এমন সব প্লেন, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনও দেশে অবতরণ করতে পারবে না, উড্ডয়ন করতে পারবে না এবং দেশগুলোর আকাশসীমার উপর থেকে উড়েও যেতে পারবে না।
যুক্তরাজ্য থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণার পর একের একের পর ইউরোপীয় দেশ রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। জার্মানি তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান প্লেনগুলোকে অনেক ঘুরে যাতায়াত করতে হবে এবং তাতে ফ্লাইটের সময় অনেক বেশি লাগবে। বাণিজ্যিক প্লেনগুলো ইতিমধ্যেই ইউক্রেন, মলদোভা ও বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলছে।
প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় প্লেনসংস্থা এরোফ্লোট বলেছে, তারাও ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।
মস্কোর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্লেনবন্দর দোমোদেদোভো ও শেরেমেতইয়েভোর ফ্লাইট সম্পর্কিত তথ্য প্রদর্শনকারী বোর্ডে প্যারিস, ভিয়েনা ও কালিনগ্রাদগামীসহ কয়েক ডজন ফ্লাইট বাতিল দেখা যাচ্ছে। ব্রিটিশ প্লেনের উপরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছে রাশিয়া। রাশিয়ার এস-সেভেন এয়ারলাইন্স ১৩ মার্চ পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে।
যুক্তরাষ্ট্র প্লেন কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট বুকিংয়ের জন্য এরোফ্লতের সঙ্গে তাদের যে চুক্তি রয়েছে, সেটি বাতিল করবে বলে জানিয়েছে।
ব্রিটিশ কোম্পানি ভার্জিন আটলান্টিক বলেছে, রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে না পারলে তাদের যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী প্লেনের যাত্রার সময় ১৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো বাড়বে।
অস্ট্রেলিয়ান কোম্পানি ক্যান্টাস বলছে, ডারউইন থেকে লন্ডনগামী ফ্লাইট চলাচল তারা রাশিয়ার আকাশসীমা এড়িয়ে অপেক্ষাকৃত দীর্ঘ পথ ব্যাবহার করবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইইউ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক ও রাশিয়া টুডের উপরেও নিষেধাজ্ঞা জারি করবে। এই দুটি সংবাদসংস্থাকে রাশিয়ার মুখপত্র হিসেবে মনে করা হয়।
তিনি বলেন, ‘আমরা তাদের বিষাক্ত, ক্ষতিকারক, ভুয়া তথ্য সম্বলিত খবর প্রচারের মাধ্যমগুলোর উপরেও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্যবস্থা তৈরি করছি।’
এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ দিন শেষে রাশিয়ার পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করেছে বলে কিয়েভ দাবি করেছে। ইউক্রেন সরকার বলছে, তাদের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন তিন লাখ ৬৮ হাজারে পৌঁছেছে। -বিবিসি
হককথা/এমউএ