ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য : এরদোয়ান
- প্রকাশের সময় : ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ৫১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে শুক্রবার (৭ জুলাই) এ কথা বলেন। তবে এরদোয়ান একইসঙ্গে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসতে জেলেনস্কিকে আহ্বান জানান।
ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এরদোয়ান বলেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে উভয়পক্ষের শান্তি আলোচনায় ফেরা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
আগামী মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি তুরস্ক সফরে রয়েছেন। আসন্ন বৈঠকে তিনি ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্যপদ পেতে জোর তৎপরতা চালাচ্ছেন।
জেলেনস্কি এরদোয়ানকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞ। শান্তির সূত্র হলো— আমাদের দেশ, আমাদের জনগণ এবং আমাদের স্বার্থের সুরক্ষা। এরদোয়ানের সঙ্গে তার আলোচনার বিষয়ে ইউক্রেনের নেতা একটি টুইটে এ কথা লেখেন। সূত্র : দৈনিক ইত্তেফাক
নাসরিন /হককথা