নিউইয়র্ক ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণার খবর গুজব : রাশিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • / ৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করবে রাশিয়া – এরকম একটি জল্পনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এসব জল্পনা অর্থহীন।
রাশিয়া এই দিনটিকে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে। এই দিনে সাধারণত মস্কোর রেড স্কোয়ারে সামরিক প্যারেড হয়ে থাকে। সেখানে পুতিনের ভাষণ দেবার কথা।
খবরে বলা হচ্ছে, এবার রাশিয়া ওই দিনটিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিওপোল শহরে সামরিক কুচকাওয়াজ আয়োজনের পরিকল্পনা করছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলছেন, শহরের কেন্দ্রস্থলের রাস্তাগুলোতে যে ভাঙা ইট-পাথর, মৃতদেহ ও অবিস্ফোরিত বোমা পড়ে ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর দীর্ঘ দুই মাস পেরিয়ে গেছে। রাশিয়ার বাহিনীর হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দেশটির বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ উঠেছে। তারপরও ইউক্রেনে চালনো এ অভিযানকে রাশিয়া যুদ্ধ বলে স্বীকার করে না। পুতিন একে একটি বিশেষ সামরিক অপারেশন বলে অভিহিত করে থাকেন।
এমন প্রেক্ষাপটে ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেছেন, দিবসটি উপলক্ষ্যে যুদ্ধ ঘোষণার যে গুজব শোনা যাচ্ছে সেটি আদৌ সত্য নয়।
পাশাপাশি এই যুদ্ধে হারানো সৈন্যদের অভাব পূরণ করতে রাশিয়ার সামরিক বাহিনীর রিজার্ভ সেনা এবং রুশ নাগরিকদের যুদ্ধের জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুত করা হবে – এমন কথাও অস্বীকার করেন পেসকভ। -বিবিসি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণার খবর গুজব : রাশিয়া

প্রকাশের সময় : ০১:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করবে রাশিয়া – এরকম একটি জল্পনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এসব জল্পনা অর্থহীন।
রাশিয়া এই দিনটিকে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে। এই দিনে সাধারণত মস্কোর রেড স্কোয়ারে সামরিক প্যারেড হয়ে থাকে। সেখানে পুতিনের ভাষণ দেবার কথা।
খবরে বলা হচ্ছে, এবার রাশিয়া ওই দিনটিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিওপোল শহরে সামরিক কুচকাওয়াজ আয়োজনের পরিকল্পনা করছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলছেন, শহরের কেন্দ্রস্থলের রাস্তাগুলোতে যে ভাঙা ইট-পাথর, মৃতদেহ ও অবিস্ফোরিত বোমা পড়ে ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর দীর্ঘ দুই মাস পেরিয়ে গেছে। রাশিয়ার বাহিনীর হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দেশটির বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ উঠেছে। তারপরও ইউক্রেনে চালনো এ অভিযানকে রাশিয়া যুদ্ধ বলে স্বীকার করে না। পুতিন একে একটি বিশেষ সামরিক অপারেশন বলে অভিহিত করে থাকেন।
এমন প্রেক্ষাপটে ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেছেন, দিবসটি উপলক্ষ্যে যুদ্ধ ঘোষণার যে গুজব শোনা যাচ্ছে সেটি আদৌ সত্য নয়।
পাশাপাশি এই যুদ্ধে হারানো সৈন্যদের অভাব পূরণ করতে রাশিয়ার সামরিক বাহিনীর রিজার্ভ সেনা এবং রুশ নাগরিকদের যুদ্ধের জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুত করা হবে – এমন কথাও অস্বীকার করেন পেসকভ। -বিবিসি
হককথা/এমউএ