ইউক্রেনের পূর্বাঞ্চলে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে : জেলেনস্কি
- প্রকাশের সময় : ০২:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৮৯ বার পঠিত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বাখমুট, ভুলেদার এবং লিমান-দনিয়েৎস্কের এই তিনটি শহরে তীব্র লড়াই চলছে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুট শহরে ইউক্রেনের সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। খবর বিবিসির
রুশ সৈন্যরা কয়েক মাস ধরে বাখমুট শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় এক বছর আগে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এই শহরটির দখল নিয়েই সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে।
এই শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের দখলে থাকলে রাশিয়ার পক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরও সহজ হবে।
জেলেনস্কি বলেন, ’এবছরে আমাকে প্রায়ই বলতে হয়েছে যে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন। এখন পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে।’
পশ্চিমা কয়েকটি দেশ যখন ইউক্রেনকে আধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা ঘোষণা করেছে, তখনই রাশিয়া বাখমুট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাদের শক্তি জোরদার করেছে