নিউইয়র্ক ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকেছে রুশ সেনারা, চলছে তুমুল লড়াই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার চতুর্থ দিনে আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার সেনারা দেশটির দ্বিতীয় শহর খারকিভে ঢুকে পড়েছে। উভয়পক্ষে চলছে তুমুল লড়াই।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ ফেসবুকে এক পোস্টে বলেন, শত্রুরা শহরে ঢুকে পড়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে।
সিনেগুবোভ এ কথা জানানোর আগে ভিডিও ফুটেজে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরে রাশিয়ার সামরিক যান চলাচল করতে দেখা যায়।
শহরের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়ে সিনেগুবোভ বলেন, শহরের কেন্দ্রস্থলে রুশ সৈন্যদের দেখা যাচ্ছে। গোপন আশ্রয়স্থল থেকে বের হবেন না। শত্রুপক্ষকে ধ্বংস করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বেসামরিক মানুষকে রাস্তায় বের না হতে বলা হচ্ছে।
রুশ সেনারা ইউক্রেইনের দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নোভা কাহোভকা দখলে নিয়েছে। শহরটি ছোট হলেও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিপার নদীর তীরে অবস্থিত।
শহরটির মেয়র ভলোদিমির কোভালেনকোর বরাত দিয়ে ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, রুশ সেনারা শহরটির কার্যনির্বাহী কমিটির দখল নিয়েছে এবং বিভিন্ন ভবন থেকে ইউক্রেইনের পতাকা নামিয়ে ফেলেছে।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর মস্কো ইউক্রেনের ‘সব দিক থেকে’ সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মস্কো বলেছে, সমঝোতা আলোচনা প্রত্যাখ্যান করার পর তারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
অপরদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে তিন শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বাধ্য হয়ে ভূগর্ভস্ত সেল্টারে আশ্রয় নেয়া লোকদের অবস্থানে বিষ্ফোরণ না ঘটানোর জন্য কিয়েভে সক্রিয় রুশ বাহিনীকে তারা সতর্ক করেছে। -এএফপি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকেছে রুশ সেনারা, চলছে তুমুল লড়াই

প্রকাশের সময় : ০৭:৫৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার চতুর্থ দিনে আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার সেনারা দেশটির দ্বিতীয় শহর খারকিভে ঢুকে পড়েছে। উভয়পক্ষে চলছে তুমুল লড়াই।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ ফেসবুকে এক পোস্টে বলেন, শত্রুরা শহরে ঢুকে পড়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে।
সিনেগুবোভ এ কথা জানানোর আগে ভিডিও ফুটেজে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরে রাশিয়ার সামরিক যান চলাচল করতে দেখা যায়।
শহরের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়ে সিনেগুবোভ বলেন, শহরের কেন্দ্রস্থলে রুশ সৈন্যদের দেখা যাচ্ছে। গোপন আশ্রয়স্থল থেকে বের হবেন না। শত্রুপক্ষকে ধ্বংস করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বেসামরিক মানুষকে রাস্তায় বের না হতে বলা হচ্ছে।
রুশ সেনারা ইউক্রেইনের দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নোভা কাহোভকা দখলে নিয়েছে। শহরটি ছোট হলেও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিপার নদীর তীরে অবস্থিত।
শহরটির মেয়র ভলোদিমির কোভালেনকোর বরাত দিয়ে ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, রুশ সেনারা শহরটির কার্যনির্বাহী কমিটির দখল নিয়েছে এবং বিভিন্ন ভবন থেকে ইউক্রেইনের পতাকা নামিয়ে ফেলেছে।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর মস্কো ইউক্রেনের ‘সব দিক থেকে’ সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মস্কো বলেছে, সমঝোতা আলোচনা প্রত্যাখ্যান করার পর তারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
অপরদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে তিন শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বাধ্য হয়ে ভূগর্ভস্ত সেল্টারে আশ্রয় নেয়া লোকদের অবস্থানে বিষ্ফোরণ না ঘটানোর জন্য কিয়েভে সক্রিয় রুশ বাহিনীকে তারা সতর্ক করেছে। -এএফপি
হককথা/এমউএ