নিউইয়র্ক ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ২৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেওয়ার জন্য ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ বলে তারা বর্ণনা করেছে।
মারিওপোল ও ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, মানবিক করিডোর ও বের হওয়ার পথগুলোর বিষয়ে ইউক্রেনীয় পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ৫ মার্চ, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ মারিওপোল ও ভলনোবাখার বেসামরিকদের জন্য শহর ছাড়তে যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে।
তবে এখনও ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।
শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।
দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সৈন্যরা এবং আরেকটি বন্দর নগরী ওডেসার দিকে এগোচ্ছে। রাশিয়া এই দুইটি শহর দখল করতে পারলে ইউক্রেন সমুদ্র যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। -বিবিসি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার

প্রকাশের সময় : ০৬:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেওয়ার জন্য ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ বলে তারা বর্ণনা করেছে।
মারিওপোল ও ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, মানবিক করিডোর ও বের হওয়ার পথগুলোর বিষয়ে ইউক্রেনীয় পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ৫ মার্চ, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ মারিওপোল ও ভলনোবাখার বেসামরিকদের জন্য শহর ছাড়তে যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে।
তবে এখনও ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।
শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।
দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সৈন্যরা এবং আরেকটি বন্দর নগরী ওডেসার দিকে এগোচ্ছে। রাশিয়া এই দুইটি শহর দখল করতে পারলে ইউক্রেন সমুদ্র যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। -বিবিসি
হককথা/এমউএ