ইউক্রেনকে প্রথমবার সহায়তা দিচ্ছে আইএমএফ

- প্রকাশের সময় : ০২:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১০০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে সহায়তা প্যাকেজের অংশ হিসেবে প্রায় ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ বিষয়ে ইতিমধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী সপ্তাহে এ ঋণ অনুমোদিত হতে পারে জানিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি। এ ঋণ অনুমোদন হলে এটা হবে যুদ্ধরত কোনো দেশে আইএমএফের প্রথম ঋণ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সহায়তা। সম্প্রতি ভবিষ্যৎ অনিশ্চয়তায় থাকা দেশগুলোর জন্য ঋণের নিয়ম পরিবর্তন করেছে আইএমএফ। একটি বিবৃতিতে আইএমএফের কর্মকর্তা গ্যাভিন গ্রে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলেছে। এতে দেশটিতে দারিদ্র্যের মাত্রা বেড়েছে।
আরোও পড়ুন। ইউক্রেনে রাশিয়ার হাতে আরও এক এলাকা ?
আইএমএফ জানিয়েছে , চার বছরে কিস্তিতে দেয়া হবে ১ হাজার ৫৬০ কোটি ডলার। এ অর্থ বিধ্বস্ত অবকাঠামোগত মেরামত ও অর্থনীতিকে পুনরুজ্জীবনে কাজে লাগানো হবে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেন, এই অর্থ দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে। সূত্র : বিবিসি
সুমি/হককথা