নিউইয়র্ক ০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনকে ড্রোন দিতে বাইডেনকে আহবান যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ৯৩ বার পঠিত

হককথা ডেস্ক : রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে আরও অস্ত্র সাহায্য দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল। বিশেষ করে তুর্কি প্রতিরক্ষা সংস্থার ড্রোন সিস্টেমের ওপরে বেশি জোর দিয়েছেন তারা।
ডেইলি সাবাহর বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রকাশিত এক চিঠিতে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য বাইডেনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
ইউক্রেনকে বায়ুবাহিত হুমকি থেকে রক্ষা করতে বাইডেনের সাহায্যের ওপর জোর দিতে বলা হয় কংগ্রেসের ৪৪ সদস্যের সহস্বাক্ষরিত সেই চিঠিতে। তারা বলেন, বাইডেনের উচিত দেশটিতে অতিরিক্ত স্টিংগার ক্ষেপণাস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়ান রকেট প্রতিহত করতে এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ করা।
তুরস্কের বায়রাক্টার টিবি-২ নামে ড্রোনের বিষয়ে ইঙ্গিত করেন তারা। এটি মানুষবিহীন এরিয়াল সিস্টেম, যেটি বেশি দূরত্বে উড়তে সক্ষম।
এ ছাড়া রাশিয়ান নৌবহরকে উদ্দেশ্য করে জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্যও আহ্বান জানান তারা।
এদিকে অনুরোধে জ্যাভলিনের মতো অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র যেগুলো ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেগুলো উৎপাদন করে পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তারা।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনকে ড্রোন দিতে বাইডেনকে আহবান যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের

প্রকাশের সময় : ০৫:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

হককথা ডেস্ক : রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে আরও অস্ত্র সাহায্য দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল। বিশেষ করে তুর্কি প্রতিরক্ষা সংস্থার ড্রোন সিস্টেমের ওপরে বেশি জোর দিয়েছেন তারা।
ডেইলি সাবাহর বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রকাশিত এক চিঠিতে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য বাইডেনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
ইউক্রেনকে বায়ুবাহিত হুমকি থেকে রক্ষা করতে বাইডেনের সাহায্যের ওপর জোর দিতে বলা হয় কংগ্রেসের ৪৪ সদস্যের সহস্বাক্ষরিত সেই চিঠিতে। তারা বলেন, বাইডেনের উচিত দেশটিতে অতিরিক্ত স্টিংগার ক্ষেপণাস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়ান রকেট প্রতিহত করতে এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ করা।
তুরস্কের বায়রাক্টার টিবি-২ নামে ড্রোনের বিষয়ে ইঙ্গিত করেন তারা। এটি মানুষবিহীন এরিয়াল সিস্টেম, যেটি বেশি দূরত্বে উড়তে সক্ষম।
এ ছাড়া রাশিয়ান নৌবহরকে উদ্দেশ্য করে জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্যও আহ্বান জানান তারা।
এদিকে অনুরোধে জ্যাভলিনের মতো অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র যেগুলো ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেগুলো উৎপাদন করে পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তারা।
হককথা/এমউএ