ইইউতে ৬ মাসে আশ্রয়প্রার্থী বেড়েছে ২৮ শতাংশ
- প্রকাশের সময় : ১২:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থী-বিষয়ক সংস্থা (ইইউএএ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর এএফপির। ইইউএএ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের শেষ নাগাদ ইইউ সদস্যভুক্ত ২৭টি দেশ এবং সহযোগী সদস্যদেশ সুইজারল্যান্ড ও নরওয়েতে ৫ লাখ ১৯ হাজার আশ্রয়প্রার্থীর আবেদন জমা পড়েছে।
আরোও পড়ুন । ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০
ইইউএএ বলছে, আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২২ সালে আগের বছরগুলোর তুলনায় প্রায় ৫৩ শতাংশ আশ্রয় আবেদন বেড়েছে। এতে অভিবাসীদের নিয়ে আবার চাপের মধ্যে পড়েছে ইইউ সদস্যভুক্ত দেশগুলো। রাশিয়া ইউক্রেনে হামলার পর অন্তত ৪০ লখ ইউক্রেনীয় আশ্রয়প্রার্থী ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। চলতি বছর মোট আশ্রয়প্রার্থী আবেদনকারীদের এক-চতুর্থাংশ সিরীয়া ও আফগান। অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তান।
বেলী/হককথা