নিউইয়র্ক ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আরও ১০ মাস চলবে ‘হাকিকি আজাদি’ আন্দোলন: ইমরান খান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৩ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চলমান ‘হাকিকি আজাদি’ আন্দোলন চালিয়ে যাবে আরও দশ মাস। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। স্থানীয় সময় আজ বুধবার এই ঘোষণা দেন ইমরান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

লাহোর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করা ‘হাকিকি আজাদি’ লংমার্চের ষষ্ঠ দিনে ইমরান খান জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ‘কেউ যেন ভেবে বসেন না যে, আমাদের আন্দোলন ইসলামাবাদে গিয়েই শেষ হয়ে যাবে। আমাদের আন্দোলন নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ১০ মাস চলবে।’ সাবেক এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি ‘কোনো মূল্যেই বর্তমান সরকারকে মেনে নেবেন না’ এবং ‘এই চোরদের সামনে মাথা নত করার চেয়ে’ মরে যাবেন।

এর আগে, গত ২৮ অক্টোবর লাহোর থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ লংমার্চ শুরু হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে লাহোরের লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয়।

এদিকে, গত ৩১ অক্টোবর লংমার্চে ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরানের লংমার্চের খবর সংগ্রহ করতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম (৪০)। তিনি দেশটির চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সাদাফ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নিতে তাঁকে বহনকারী ট্রাকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আরও ১০ মাস চলবে ‘হাকিকি আজাদি’ আন্দোলন: ইমরান খান

প্রকাশের সময় : ১১:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চলমান ‘হাকিকি আজাদি’ আন্দোলন চালিয়ে যাবে আরও দশ মাস। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। স্থানীয় সময় আজ বুধবার এই ঘোষণা দেন ইমরান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

লাহোর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করা ‘হাকিকি আজাদি’ লংমার্চের ষষ্ঠ দিনে ইমরান খান জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ‘কেউ যেন ভেবে বসেন না যে, আমাদের আন্দোলন ইসলামাবাদে গিয়েই শেষ হয়ে যাবে। আমাদের আন্দোলন নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ১০ মাস চলবে।’ সাবেক এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি ‘কোনো মূল্যেই বর্তমান সরকারকে মেনে নেবেন না’ এবং ‘এই চোরদের সামনে মাথা নত করার চেয়ে’ মরে যাবেন।

এর আগে, গত ২৮ অক্টোবর লাহোর থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ লংমার্চ শুরু হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে লাহোরের লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয়।

এদিকে, গত ৩১ অক্টোবর লংমার্চে ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরানের লংমার্চের খবর সংগ্রহ করতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম (৪০)। তিনি দেশটির চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সাদাফ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নিতে তাঁকে বহনকারী ট্রাকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।